আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হয়েছে শিলাবৃষ্টি। ঝাড়গ্রাম ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে হয়েছে শিলাবৃষ্টি
ও ঝড়। পশ্চিমাঞ্চলের মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি অঞ্চলে বয়ে গেছে ঝড় । সাধারণত উষ্ণতা ও আদ্রতা বেশি থাকায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার করেই হয়েছে বৃষ্টি। তবে মেদিনীপুরে
থাকা বজ্রমেঘ কোষ দুর্বল হয়ে পড়ায় আজ কলকাতা রক্ষা পেয়েছে বৃষ্টির হাত থেকে। ঝড়বৃষ্টি হয়েছে বিচ্ছিন্ন ভাবে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের কিছু জায়গায়। ৮ তারিখ পর্যন্ত থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ৪০-৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া বৃষ্টি ও ঝড়বৃষ্টির সম্ভাবনা তো আছেই। পুরুলিয়া বীরভূম বাঁকুড়া হাওড়া কলকাতা হুগলি বর্ধমান মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে । ৭ তারিখ পর্যন্ত মুলত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে ও ৫ -৭ তারিখের মধ্যে ঝড়বৃষ্টির মাত্রা বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে।
সাধারণত মধ্য ভারতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছে। একটি ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব ভারতের উপর অবস্থিত। মধ্য বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় অবস্থান করছে। এছাড়া পূর্ব মধ্য ভারতের উপর একটি সম্মিলন অঞ্চল তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ৪ তারিখের আশেপাশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর পশ্চিম ভারতে। সাগরে একটি শক্তিশালী উচ্চচাপ বলয় থাকবে। ঝাড়়খণড ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং বায়়ু সম্মিলনের প্রভাবে ৪-৭ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃৃষটির সম্ভাবনা রয়েছে ওই সময়। ঘণ্টায় বয়়ে যেতে পারে ৪০-৭০ কিমি প্রতি ঘন্টায় বিক্ষিপ্তভাবে ঝড় কোথাও কোথাও। আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২.৩.২০
সময়: ১০.৫০ মিনিট ( রাত )।
No comments:
Post a Comment