আরো দ্রুত গতিতে বেড়েই চলছে সংক্রামণ ও মৃত্যু করোনার প্রভাবে। চরম সতর্কতা বিশ্বজুড়ে। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, March 15, 2020

আরো দ্রুত গতিতে বেড়েই চলছে সংক্রামণ ও মৃত্যু করোনার প্রভাবে। চরম সতর্কতা বিশ্বজুড়ে।

আরো প্রবল গতিতে দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনার সংক্রামন। ইবোলা , সোয়াইন ফ্লু সহ অন্যান্য ভাইরাস ঘটিত রোগের তুলনায় এই মারণ রোগের বিস্তার প্রায় বিশ্বের অধিকাংশ দেশেই কমবেশি ছড়িয়ে পড়ছে । শুধু তাই নয় এই রোগ ছড়িয়ে পড়ার পর দ্রুত বিস্তার লাভ করছে বর্তমানে। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই Covid 19 এর দ্রুত গতির সংক্রামণ , মৃত্যু ও প্রতিষেধক হীনতার কারণে মহামারীর থেকেও ভয়াবহ অতিমারী বলে আখ্যায়িত করেছে। ক্রমাগত রোগসংখ্যা বাড়ার সাথে সাথে মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। চীন, ইটালি, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইরাক , ইরান সহ নানা দেশ আজ মহাসংকটে। 
কোনো কোনো জায়গায় জনজীবন স্থবির হয়ে গিয়ে এলাকাজুড়ে প্রায় ভৌতিক নিস্তব্ধতা। প্রকৃতি যেন মাত্রাতিরিক্ত উন্নয়নের ও অবনমনের প্রতিশোধ নিচ্ছে এই ভাবেই। ক্রমশ ভয়ঙ্কর হতে চলেছে আগামী দিনের পরিস্থিতি। যদি না এখনো পর্যন্ত প্রতিষেধক আবিষ্কার না হয় এবং এই ভাবেই বিস্তৃত হতে থাকে Covid 19. 
দুপুর ১.৩০ মিনিটে(১৫.৩.২০) প্রকাশিত ও সংগৃহীত তথ্য অনুসারে দেখা যায় বর্তমান পৃথিবীতে মোট ভয়ঙ্কর করোনা আক্রান্তের সংখ্যা হল ১৫৭১২১ জন। যার মধ্যে নতুন ভাবে আক্রান্ত ৫২০ জন । নতুন ভাবে মৃত্যু ১৬ জন। মোট মৃত্যু সংখা হল ৫৮৩৯ জন। এবং আপেক্ষিক সুুুুসথ হয়়েছেন ৭৫৩৪৩ জন। বর্তমানে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস ১৫৬ টি দেশে। তবে এখন আক্রান্ত ও মৃত্যু হার বৃদ্ধি পেতে পারে। যেহেতু ১.৩০ মিনিটের প্রদত্ত তথ্য অনুসারে লেখা। সাধারণত বয়স্ক মানুষ, রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম , উচ্চ রক্তচাপ, সুুগার ও ডাইবেটিস রোগী , ধূমপান ও মদ্যপান কারীদের বেশি আক্রমণ করছে এই ভাইরাস এবং ক্ষতিকর হয়ে উঠছে করোনা তাদের জন্য
ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে মোট ১০৭ জন। এদের মধ্যে ৯০ জন ভারতীয় নাগরিক এবং ১৭ বিদেশি ভারতীয়। বর্তমানে ভারতে আক্রান্তের তুুলনাায় করোনা ভাইরাসে মৃত্যু হার তুলনামূলক কম ২ জন। আবার এই দুুুজনি বৃদ্ধ। তাই শিশু ও যুুবকদের তুুলনায় বৃদ্ধদের আক্রান্তের ভয় বেশি। দুপুরে গৃহীত তথ্য অনুসারে বিপজ্জনক রোগীর সংখ্যা ছিল ৯ । তবে এখন পরিবর্তন কিছু হলেও হতে পারে। 
🤒 কীভাবে বুঝবেন আপনার করোনা হয়েছে ?
🛑 জ্বর ও সর্দি 🛑 কাশি 🛑 দুর্বলতা 🛑 শ্বাসকষ্ট 🛑 পেটের গোলোযোগ 🛑 বারবার বা পর্যায়ক্রমিক ভাবে জ্বর আসা 🛑 শেষ পর্যায়ে প্রবল জ্বর 🛑 জ্বর না নামতে চাওয়া 🛑 দম বন্ধ হয়ে আসা 🛑 চরম পর্যায়ে চিকিৎসা ও রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলে মৃত্যু অনিবার্য
🌍 ভারতে করোনা আক্রান্তের বণ্টন : 
ভারতে দ্রুত গতিতে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। ৭২-৯৬ ঘণ্টার মধ্যে ক্রমশ বেড়ে গেছে সংখ্যা। ৬০ থেকে ৬৭ পরে ৭৪ থেকে ৭৮ এবং পরে ৮৪, ৮৭ , ৯৭, ১০৫ এই ভাবে বর্তমানে ১০৭ জন ভারতে করোনা ভাইরাসের গ্রাসে আক্রান্ত। এর মধ্যে দিল্লিতে ৭ জন, হরিয়ানায় ১৪ জন , কেরালায় ২২ জন , রাজস্থানে ৪ জন , লাদাখ , জন্মু ও কাশ্মীরে ৫ জন , কর্ণাটকে ৬ জন , মহারাষ্ট্রে ৩১ জন এছাড়া আরো কিছু জায়গায় আক্রান্ত হয়েছে।
( দুপুর ১.৩০ মিনিটে প্রাপ্ত তথ্য অনুযায়ী লেখা)
⚠️ বাংলাদেশে Covid 19 এর পরিমাণ : 
বাংলাদেশেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা পূর্বে আক্রান্তের সংখ্যা ছিল ৩ জন বর্তমানে বেড়ে হয়েছে ৫ জন । অর্থাৎ ২ জন বেড়েছে। 
❎ ভাইরাসের গঠন ও মাধ্যম : 
করোনা ভাইরাস হল একধরনের RNA ভাইরাস। এই ভাইরাসের উপর প্রোটিনের আবরন থাকে। দেখতে গোলাকার প্রকৃতির। আকারে এই ভাইরাস কিছুটা বড়ো। সাধারণত এই ভাইরাসের বাইরের দিকে দণ্ডাকার কিছু গঠন দেখা যায়। এটি জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু। সবথেকে অবাক বিষয় এই ভাইরাস বাতাসের ধূলিকণাকে আশ্রয় করে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে। মানুষের হাচি , কাশি ও ব্যবহৃত বস্তুর মাধ্যমে ছড়িয়ে পড়ে। ৭০° সে এর আশপাশে এই ভাইরাস সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এবং মধ্য ও নিম্ন তাপমাত্রায় Covid 19 যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে। Covid 19 মানুষের শরীরে প্রবেশ করে রুপের পরিবর্তন ঘটায় । এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হয়নি তবে চেষ্টা চলছে। তাই সতর্ক থাকুন ও উপযুক্ত ব্যবস্থা নিয়ে রাখাই ভালো। 
🌍 সবথেকে বেশি আক্রান্ত দেশ : 
করোনা ভাইরাস সবথেকে বেশি আক্রান্ত করেছে চীন, ইতালি, ইরান , দ কোরিয়া, স্পেন, জার্মানি , ফ্রান্স  , যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশকে। দুপুর ১.৩০ মিনিটে প্রদত্ত তথ্য অনুসারে চীনে আক্রান্তের সংখ্যা ৮০৮৪৯ । ইতালিতে আক্রান্ত ২১১৫৭। ইরানে আক্রান্ত ১২৭২৯। এছাড়া দ কোরিয়া আক্রান্ত ৮১৬২ জন। স্পেনে আক্রান্ত
৬৩৯১ জন। জার্মানিতে আক্রান্ত ৪৫৯৯ জন ।
বর্তমানে আক্রান্তের পরিমান কিছুটা বাড়লেও বাড়তে পারে ‌। 
⭕ করোনার প্রতিষেধক : 
করোনার প্রতিষেধক এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে এইডস, ফ্লু ও ম্যালেরিয়া রোগের টিকা এক্ষেত্রে সম্মিলিত কার্যকর কিনা সেটাই বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করছেন। উপযুক্ত বিশ্রাম, ও অনাক্রমতার মাধ্যমে সেরে ওঠা সম্ভব এই রোগ থেকে। এছাড়া আইসোলেশন ও আটকানোর মাধ্যমে কিছুটা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। 
💀 করোনা সত্যিই কি ভয়ঙ্কর : 
হ্যাঁ বৃদ্ধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম ব্যক্তিদের কাছে সত্যিই ভয়ঙ্কর। তবে এই রোগ মানেই মৃত্যু তেমনটা নয়। বিশ্রাম ও পর্যবেক্ষণ রত গবেষণামূলক উষধে রোগ উপশম হয়ার সম্ভাবনা রয়েছে। তবে আতঙ্ক হবেন না সতর্ক থাকুন। 
⭐ করোনা প্রতিরোধের উপায়: 
🛑 N 95 musk ব্যবহার করা বাধ্যতামূলক।
🛑 জ্বর সর্দি কাশি হলে অবশ্যই দেখান চিকিৎসক। 
🛑 Covid positive হলে অহেতুক আতঙ্কিত হবেন না। তবে সতর্কিত হোন যাতে না রোগ অন্য জায়গায় ছড়িয়ে না পড়ে।
🛑 হাচি ও কাশির সময় মুখে হাত দিয়ে কাসুন।
🛑 করোনা আক্রান্ত স্থানে না যাওয়াই এখন উচিত। আর গেলেও উপযুক্ত ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত। 
🛑 ধুলোবালি ও ভিড় এড়িয়ে চলুন। 
🛑 হাত ও মুখ ভালোভাবে ধুয়ে তবেই খাবার খান।
🛑 অহেতুক চোখ, মুখে হাত দেবেন না। 
এটি ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে একটি জনস্বার্থ ও সতর্কতামূলক পোস্ট।
⭐ গ্রাফিক্স ও লেখা : অর্ঘ্য বটব্যাল। 
⭐ তারিখ : ১৫.৩.২০২০
⭐ সময়: সন্ধ্যা ৬.৫০ মিনিট। 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......