মার্চের শেষ হতে চললেও তেমন গরম মিলছিল না কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মার্চে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝে মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তেমন গরমে নাজেহাল এখনো হয়নি আমবাঙালি। তবে মার্চে তার মধ্যেও যে গরমটুকু ছিল তা অবশ্যই আদ্র গরম। শুষ্ক উষ্ণ পরিবেশ এখনো তেমনভাবে পায়নি কলকাতা বাসী। তবে এবার একটা মোটামুটিভাবে বড়ো ইনিংস খেলতে পারে গরম পশ্চিমবঙ্গে। যা শুষ্ক প্রকৃতির গরম। এই করোনার পাশাপাশি গরম যেন গোদের উপর বিষফোঁড়ার মতো। আতঙ্কের পাশাপাশি গরমে নাজেহাল হবার সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বাড়তে পারে তাপমাত্রা।
সাধারণত একটি ঝঞঝা ও ঘূর্ণাবর্ত্তের প্রভাবে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও সংলগ্ন উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ভালো বাড়়তে পারে আগামী ৪৮-৭২ ঘণ্টায়। মধ্য ভারত ও সংলগ্ন এলাকায় একটি আঞ্চলিক উচ্চচাপ তৈরি হবে এবং এর
প্রভাবে ওই অঞ্চল থেকে শুষ্ক ও উষ্ণ বাতাস প্রবেশ করবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে
। এর প্রভাবে আগামী বেশ কয়েকদিন চরচরিয়ে বাড়বে তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা কমবে। ফলে গরম হলেও ঘাম তেমন দেবে না।
অন্যদিকে কেরালা কর্ণাটক মহারাষ্ট্র প্রভৃতি অঞ্চলে আদ্র গরমের পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অক্ষরেখার প্রভাবে।
শুষ্ক উষ্ণ পরিবেশ বজায় থাকবে। শুষ্ক পরিবেশ থাকায় ঝড়বৃষ্টি বা কালবৈশাখীর সম্ভাবনা কম। আকাশ থাকবে প্রধানত পরিষ্কার থেকে বিচ্ছিন্ন খন্ড খন্ড মেঘমালা যুক্ত। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬-৩৮° সে আশেপাশে। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম জেলায় মারাত্মক শুষ্ক পরিবেশ বজায় থাকবে সাথে প্রবল গরম অনুভব হবে। তাই বলা যায় কলকাতাবাসী এই প্রথম প্রবল গরমের মুখোমুখি হতে চলেছে।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২৬.৩.২০
সময়: সকাল ৯টা বেজে ২০ মিনিট।
No comments:
Post a Comment