ফের ঘূর্ণিঝড়ের ইঙ্গিত, বঙ্গোপসাগরে দুর্যোগের আশঙ্কা - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, April 21, 2020

ফের ঘূর্ণিঝড়ের ইঙ্গিত, বঙ্গোপসাগরে দুর্যোগের আশঙ্কা




এখন এপ্রিলের শেষ দিক, অর্থাৎ বলাই যায় যে ঘূর্ণিঝড়ের মরশুম শুরু হয়ে গেছে। বঙ্গোপসাগরে এপ্রিল মাসের এই সময় থেকেই ঘূর্ণিঝড়ের প্রবণতা ক্রমশ বাড়তে থাকে, যা বর্ষার আগে পর্যন্ত চলতে থাকে। 
সেক্ষেত্রে বলাই যায় প্রাক বর্ষার ঘূর্ণিঝড়ের মরশুম বলতে এপ্রিল মাসের এই সময় থেকে বর্ষা আসার আগে পর্যন্ত। প্রত্যেক বছরই প্রায় কমবেশি এই সময় একটি বা দুটি করে নিম্নচাপ বঙ্গোপসাগরে লক্ষ্য করা যায় যা শক্তি বৃদ্ধি করে খুব সহজেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়।
তার সব থেকে বড় উদাহরণ হল গত বছরের ঘূর্ণিঝড় ফণী।

পশ্চিমবঙ্গের মানুষ ঘূর্ণিঝড় ফণী কে খুব ভালো ভাবেই চেনে। তার কারণ গত বছর এপ্রিল মাসে এই সময় পশ্চিমবঙ্গবাসীর কাছে ঘূর্ণিঝড় ফণী মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।


যদিও ঘূর্ণিঝড় ফণী উড়িষ্যাতে ভয়াবহ রূপ দেখাতে সক্ষম হলেও পশ্চিমবঙ্গে তার খুব বেশি প্রভাব আজ ফেলতে পারেনি।
গতবছর ফণী প্রথম তৈরি হয় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সুমাত্রা উপকূলের কাছাকাছি অঞ্চলে, যা প্রায় নিরক্ষীয় অঞ্চলের খুব কাছেই।
24 এপ্রিল ঘূর্ণিঝড় ফণী প্রথম তৈরি হতে শুরু করলেও মে মাসের 3 তারিখে অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে উড়িষ্যার পুরী তে আঘাত আনে।

আর এই মে মাসের ঘূর্ণিঝড়ের রেকর্ড প্রচুর রয়েছে বঙ্গোপসাগরের ইতিহাসে। ঘূর্ণিঝড় মহাসেন, ঘূর্ণিঝড় রোয়ানু, ঘূর্ণিঝড় মোরা, ঘূর্ণিঝড় আইলা, ঘূর্ণিঝড় লায়লা প্রভৃতি।

প্রতি বছর এই সময় ঘূর্ণিঝড় হওয়ার কারণ, এই সময় বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি শক্তিশালী নিম্নচাপ তৈরি করার জন্য অনুকূল থাকে। আর তাই অনায়াসে এই নিম্নচাপ গুলি সহজেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।



ঘূর্ণিঝড় শক্তি প্রবণতার লেখচিত্র


বর্তমানে বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি খুবই অনুকূল রয়েছে শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার জন্য। বঙ্গোপসাগরের এই সময়কার জলের তাপমাত্রা, বায়ু প্রবাহ সহ অন্যান্য সমস্ত রকম আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানানো হচ্ছে যে, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা খুব সহজেই শক্তি বৃদ্ধি করে পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 


বিশেষ আবহাওয়ার মডেল। ( Depend On All Weather Parameters )

সমগ্র বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি এতটাই অনুকূল রয়েছে এবং পরবর্তী দু-এক সপ্তাহের মধ্যে এতটাই অনুকূল হয়ে উঠবে যে খুব সহজে নিম্নচাপ তৈরি হয় তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 
এমনই আশঙ্কা পরিস্থিতি তৈরি হয়েছে ফের গতবছরের মতো। 
কিন্তু ঘূর্ণিঝড় হলে তা কত শক্তি সম্পন্ন হবে ? অথবা সেটা কোথায় আঘাত আনতে পারে? এই সমস্ত বিষয়ে উত্তর এখনি সঠিকভাবে দেওয়া সম্ভব নয়।
তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিচার করে এটা বলাই যায় যে খুবই শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে। যা খুবই ভয়ের বিষয় বঙ্গোপসাগরীয় উপকূল বরাবর সমস্ত দেশের সমস্ত অঞ্চলে ক্ষেত্রে।

তবে এই ঘূর্ণিঝড়ের বিষয়ে আরো বিস্তারিত তথ্য খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে সর্বদা বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। 
তাই আরো বিস্তারিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে এবং ফলো করুন আমাদের ওয়েবসাইট লিংকে।

By P.Ghosh
Senior Meteorologist / Chairperson WOWB
Update: 09:00 PM IST
21/04/2020

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......