এগিয়ে আসছে আম্ফান চরমতম দুর্যোগ কাল । - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, May 19, 2020

এগিয়ে আসছে আম্ফান চরমতম দুর্যোগ কাল ।

বর্তমানে কিছুটা শক্তিক্ষয় করলেও ভয়ঙ্কর রুপেই কাল আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আম্ফান। বর্তমানে ঘূর্ণিঝড়টি দীঘা থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পারাদ্বীপ থেকে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আগামী ২৪ -৩৬ ঘণ্টার মধ্যে আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় হিসাবে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় আমপান। অতি প্রবল থেকে বিধ্বংসী ঘূর্ণিঝড় হিসাবে আঘাত করার সময় গতি থাকতে পারে ঘন্টায় ১৬৫-১৮০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে ২১০ কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে উপকূলীয় এলাকা অতিক্রমের সময় আরো কিছুটা শক্তি হ্রাস করতে পারে ঘূর্ণিঝড়। বর্তমানে ডিভরক প্রাবল্য T 5.5 এর আশেপাশে। বর্তমানে ঘূর্ণিঝড়টির কেন্দ্র ১৭.৪০ ° উ ও ৮৭.৪৪° পূ অবস্থান করছে। আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে আরও Very Severe Cyclone/ Extremely severe Cyclone হিসেবে স্থলভাগ অতিক্রম করতে পারে। এবং উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। 
সন্ধ্যার পর্যবেক্ষণ অনুযায়ী বাতাসের গতি ছিল ঘন্টায় ২০১ কিমি প্রতি ঘন্টায়। এবং সর্বোচ্চ ঝাপটা ছিল ২৪৯ কিমি/ঘ । বর্তমানে বাতাসের গতি ১৮০-২০০ কিমি/ঘ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও কিছুটা শক্তি হ্রাস করতে পারে। এক্ষেত্রে Very Severe Cyclone থেকে Extremely severe Cyclone হিসাবে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় আমপান। মডেল ভিত্তি পর্যবেক্ষণ অনুযায়ী বেশ কিছু মডেল কিছুুটা শক্তি বৃদ্ধির ইঙ্গিত ও কিছু মডেল শক্তি হ্রাসের ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে তাই পুুুনরাায় যে শক্তিবৃদ্ধি করবেনা এমন জোর দেওয়া যাচ্ছে না। তবে ভার্টিক্যাল উইণ্ড শেয়ার বৃদ্ধি পাওয়ায় , আই অঞ্চল রিপ্লেসমেন্টের কারণে ও স্থলের কাছাকাছি কিছুুটা আসায় বর্তমানে শক্তি হ্রাস করেছে কিছুুটা। 
আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগণা , হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ১২০-১৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের সতর্কবার্তা দেওয়া হল। কোথাও কোথাও ১৬০-১৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। ওই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতিভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকেই সতর্কিত হোন। 
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
সময় : রাত ৯ টা। 
১৯.৫.২০. 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......