প্রবল বজ্রপাত সহ ভারী ঝড়বৃষ্টি পশ্চিমবঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, May 28, 2020

প্রবল বজ্রপাত সহ ভারী ঝড়বৃষ্টি পশ্চিমবঙ্গে।

প্রবল থেকে প্রবলতর বজ্রপাত সহ ব্যাপক ঝড়বৃষ্টির এসেছে ঘূর্ণিঝড় আম্ফানের সপ্তাহ পূর্তিতে। আগামী ৪৮-৭২ ঘন্টায় বিক্ষিপ্ত থেকে বিস্তৃত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাতের সতর্কতা। যা সাধারণত অস্বাভাবিক মনে হতে পারে বঙ্গবাসীর। কিন্তু বাস্তবে সেটাই হবে। এর সাথে থাকতে পারে কোথাও কোথাও ৪০-৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের সম্ভাবনা। কোথাও কোথাও হতে পারে অতিভারী প্রাক মৌসুমী ঝড়বৃষ্টি। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া হুগলি কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা হুগলি সহ বেশ কিছু জায়গায় ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া পুরুলিয়া বীরভূম জেলাতেও কমবেশি বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে মুলত প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ। বাতাসের আর্দ্রতা গুমোট যখন বৃষ্টিহীন সময়ে অনুভব হবে আর তখনি বজ্রমেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টি হবে আর সঙ্গে প্রবল থেকে প্রবলতর বজ্রপাত। মেঘাচ্ছন্ন আকাশ থাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাবেনা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-৩৪° সে আশেপাশে। তবে গুমোট বাড়লেই ঝড়বৃষ্টি হবে। এই ঝড়বৃষ্টির মুলত দুটি কারণ একটি হল দক্ষিণবঙ্গের উপর অবস্থিত শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা । এই দুয়ের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে ঢুকছে এবং ঘূর্ণাবর্তের ও অক্ষরেখার চারপাশে প্রতিনিয়ত বজ্রমেঘ কোষ তৈরি হচ্ছে। সক্রিয় পরিচলন পক্রিয়া থাকায় একটি মেঘকোষ বৃষ্টি দিতে দিতেই আবার নতুন মেঘকোষ তৈরি হচ্ছে ফলে সারাক্ষণ মেঘলা আকাশ আর ক্ষেপে ক্ষেপে ভারী বৃষ্টি হচ্ছে যেন বর্ষার বৃষ্টি। তবে এই ঝড়বৃষ্টি হল এক ধরনের প্রাক মৌসুমী ঝড়বৃষ্টি।
মেঘের উচ্চতা বেশি থাকায় এবং শক্তিশালী কিউমুলোনিম্বাস মেঘ সঞ্চার হয়ায় " যেখানে ঢালছে পুরো গা মতো ঢালছে আর সাথে থাকছে ভয়ঙ্কর রকম বজ্রপাত "। ( একটু চলতি ভাষাই ব্যবহার করলাম )। অন্যদিকে উত্তরবঙ্গে
আগামী ৪৮-৭২ ঘন্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে। তবে এই ঝড়বৃষ্টির বৈশিষ্ট্য হলো একবার শুরু হলে থামা কঠিন আর ব্রেক দিলে কিছু সময় ব্রেক দিয়ে আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সকল স্থানে ভয়ঙ্কর রকম বজ্রপাতের সতর্কতা দেওয়া হল। সাথে বিক্ষিপ্ত থেকে বিস্তৃত ভাবে ভারী থেকে অতিভারী ঝড়বৃষ্টির সতর্কতা দেওয়া হল আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে। আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা এবং খুব মেঘাচ্ছন্ন। স্থানীয় ভাবে কোথাও কোথাও ৪০-৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের সতর্কবার্তা দেওয়া হল। বিশেষ করে কৃষক ভাইদের জন্য বজ্রপাতের সতর্কতা দেওয়া হল। তবে এই ঝড়বৃষ্টি একটানা চলার পর কিছুক্ষণ থেমে কিছুটা পরিষ্কার হলেও পরক্ষণেই আবার নতুন বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আকাশ পরিষ্কার কিছুুটা হলেও ছাতা সবসময় সঙ্গে রাখুন। এই বৃষ্টির জন্য জল জমার সম্ভাবনা রয়েছে ( Water logging Torrential rainfall ). 
Forecasting by: Argho Batabyal
Admin ( Weather of Westbengal).

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......