বিগত বছরের তুলনায় এবছর বর্ষা শুরুতেই যথেষ্ট শক্তিশালী হয়েছে পশ্চিমবঙ্গে। গত ৪৮ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ঝড়িয়েছে বঙ্গের প্রায় বেশিরভাগ অঞ্চলে। নিম্নচাপের টানে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে ১২ জুন। উভয়বঙ্গেই বর্ষার একদিনে প্রবেশের ঘটনা একটু বিরল। বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মধ্যবঙ্গ হয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এই অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুুড়়ি, কালিম্পং , দিনাজপুরের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও কোথাও কোথাও মূলত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা , দিনাজপুরেও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অক্ষরেখা জনিত বৃষ্টি হওয়ায় বজ্রপাতের সতর্কতা দেওয়া হল। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে বর্ষা খুব সক্রিয় হবে ৭২ ঘণ্টায়। এরপ্রভাবে আগামী ৭২ ঘণ্টায় উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়,
অরুনাচল, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিস্তৃত অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলে হড়পাবান ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। ভালো বৃষ্টি হতে পারে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা রঙপুর রাজশাহী উত্তর চট্টগ্রাম বিভাগে। ওই সমস্ত অঞ্চলে আকাশ থাকবে প্রধানত মেঘলা। সিলেট ময়মনসিংহ চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভূমিধসের সতর্কতা দেওয়া হল। বজ্রবিদ্যুৎ থাকতে পারে ওই সমস্ত অঞ্চলে।
তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা মেদিনীপুর ২৪ পরগণা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম নদীয়া মুর্শিদাবাদ জেলায় আগামী ৪৮-৭২ ঘন্টায় মূলত আংশিক থেকে প্রধানত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে
। আদ্র ও অসস্তিকর ভ্যাপসা গুমোট গরম অনুভব হতে পারে বিশেষত বৃষ্টিহীন সময়ে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-৩৩° সে আশেপাশে। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির তীব্রতা উত্তরবঙ্গে ৪৮- ৭২ ঘণ্টায় ক্রমশ বাড়তে পারে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কারণ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের টানে সাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করবে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ও সমুদ্র থেকে মেঘ প্রবেশ করে এবং স্থানীয় মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হবে। অন্যদিকে বাংলাদেশের বরিশাল খুলনা সহ দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আকাশ আংশিক থেকে প্রধানত মেঘলা থাকবে ৪৮-৭২ ঘণ্টায়।
অন্যদিকে ১৭-২২ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টির তীব্রতা যথেষ্ট বাড়ার একটা সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল।
তারিখ: ১৪.৬.২০
রাত : ১২ টা।
No comments:
Post a Comment