ভয়াবহ দুর্যোগের ইঙ্গিত ৪৮-৭২ ঘন্টায়। ঈশ্বর রক্ষা করুন বঙ্গ ও বাংলাকে। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, June 25, 2020

ভয়াবহ দুর্যোগের ইঙ্গিত ৪৮-৭২ ঘন্টায়। ঈশ্বর রক্ষা করুন বঙ্গ ও বাংলাকে।

দক্ষিণবঙ্গ বৃষ্টির জন্য হাপিত্যেশ করে বসে থাকলেও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কাল রাত থেকেই শুরু হয়েছে ঝেঁপে বৃষ্টি। মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির ফলে নদীর জল
ক্রমশ বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় এখনো চলছে বৃষ্টি। আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে এরফলে। ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল জানায় আগামী ৪৮-৭২ ঘন্টায় উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুুড়়ি কালিম্পং দিনাজপুরের দার্জিলিং
আলিপুরদুয়ার সহ বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী এমনকি চরমতম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যাকে বলা হয় আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় Extremely heavy falls. 
হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। তাই ভয়াবহ দুর্যোগের ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এরফলে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি এবং পার্বত্য অঞ্চলে ধ্বস বাড়বে। যেহেতু অক্ষরেখা রয়েছে তাই মেঘফাটা বৃষ্টি  হবার সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘন্টায়। এছাড়া ৪৮-৭২ ঘন্টায় আসাম, মেঘালয় অরুনাচল ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড বিহার সহ ভারতের বেশ কিছু রাজ্যে চরম দুর্যোগের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতিভারী এমনকি চরমতম ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বন্যার পরিস্থিতি তৈরি করতে পারে। বাংলাদেশের রঙপুর ময়মনসিংহ সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘণ্টায়। 
কেন হচ্ছে এই বৃষ্টি ও ভয়ঙ্কর অবস্থা ?? বর্তমানে পাঞ্জাব থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি শক্তিশালী অক্ষরেখা। এই অক্ষরেখা পাঞ্জাব উত্তরপ্রদেশ বিহার উত্তরবঙ্গ হয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব ভারতের উপর। অপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশের উপর। এরপ্রভাবে উত্তরপ্রদেশ, বিহার উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে মৌসুমীবায়ু অতি সক্রিয় রয়েছে। সমুদ্র থেকে জলীয় বাষ্প পূর্ণ বায়ু এরপ্রভাবে উত্তরবঙ্গে ও উত্তর পূর্ব ভারতের দিকে গিয়ে ব্যাপক বৃষ্টি ঘটাচছে। আগামী ৪৮-৭২ ঘণ্টা আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির পরিমান বেশ কম থাকতে পারে ৪৮-৭২ ঘন্টায়। আকাশ থাকবে আংশিক মেঘলা। আদ্র ও অসস্তিকর উষ্ণ ঘর্মাক্ত পরিবেশ বজায় থাকবে। তবে কোথাও কোথাও বিচ্ছিন্ন ভাবে বজ্রমেঘ তৈরি হয়ে সাময়িক বৃষ্টি হলেও হতে পারে। তবে অসস্তিভাব কমবে না কোনো ভাবেই। উত্তরবঙ্গে সক্রিয় সিস্টেম থাকায় জলীয় সামুদ্রিক বাতাস দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হতে পারে ৪৮-৭২ ঘণ্টায়। তবে ভারী একটানা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এখন আপাতত নেই। 
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
২৫.৬.২০২০
সময়: দুপুর ১ টা। 

1 comment:

  1. Nice post. Thanks for the alert. To stay update with latest news from all over the world in bengali please visit Keykhabor

    ReplyDelete

Weather Prediction Model

Comming Soon......