ওড়িশার রৌরকেল্লার উপর ঘূর্ণাবর্ত ও বালাসোর হয়ে মৌসুমীরেখা। বৃষ্টির সম্ভাবনা। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, July 14, 2020

ওড়িশার রৌরকেল্লার উপর ঘূর্ণাবর্ত ও বালাসোর হয়ে মৌসুমীরেখা। বৃষ্টির সম্ভাবনা।

আংশিক থেকে প্রধানত মেঘলা আকাশ ও কোথাও কোথাও মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। সঙ্গে রয়েছে ঘর্মাক্ত ও অসস্তিকর ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গের মতোই আজ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের কোথাও কোথাও। সঙ্গে ভ্যাপসা গরম ও অসস্তিকর ঘর্মাক্ত পরিবেশ উপকূলীয় ও সংলগ্ন বাংলাদেশে। এর মধ্যেই দফায় দফায় ঝেঁপে বৃষ্টি পেয়ে যাচ্ছে আজ ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গা। তবে বেশি বৃষ্টি পাচ্ছে ওড়িশা, ছত্তিশগড় ও পূর্ব মধ্যপ্রদেশ। ওই সমস্ত অঞ্চলে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা মাঝেমধ্যে আরো বেশি থাকছে ওড়িশা , ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায়। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের পশ্চিমের ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় আজ বৃষ্টি কিছুটা বেশি হচ্ছে সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে বর্তমানে বেশ কিছু জায়গায়। আজ তুলনামূলক বৃষ্টি বেশি পেয়েছে মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল। ২৪-৪৮ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা ঝাড়খণ্ড ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গায়। কোথাও কোথাও বিক্ষিপ্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে প্রধানত মেঘাচ্ছন্ন থেকে কোনো কোনো সময় খুব মেঘাচ্ছন্ন। 
বর্তমান উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত
রয়েছে ওড়িশা ও সংলগ্ন ছত্তিশগড় এলাকায়। মৌসুমী অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে ছত্তিশগড়, ওড়িশা ও সংলগ্ন এলাকার উপর দিয়ে যার প্রভাবে ২৪-৪৮ ঘন্টায় ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গায়। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা। কোনো কোনো স্থানে খুব মেঘাচ্ছন্ন কোনো কোনো সময়। আদ্র ও অসস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে ২৪-৪৮ ঘন্টায়। পূবালী বাতাস চলতে থাকায় একটানা
অনেকক্ষণ মেঘাচ্ছন্ন থাকবে না আকাশ। ঘনকালো উড়ো কিউমুলাস ও কিউমুলোনিম্বাস মেঘ থেকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি / বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা স্বল্পস্থায়ী ঝেঁপে কোথাও কোথাও কয়েকদফা বৃষ্টি হলেও আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত পরিবেশ বজায় থাকবে। তবে একনাগাড়ে বৃষ্টির থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনাই বেশি। অর্থাৎ সবজায়গায় সমান ভাবে বৃষ্টি হবে না। কোথাও কোথাও বেশি ও কোথাও কোথাও কম হবে ২৪-৪৮ ঘন্টায়। আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা ও কোনো কোনো স্থানে কোনো কোনো সময় খুব মেঘাচ্ছন্ন হলেও হতে পারে। তবে মোটের উপর থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা। বাংলাদেশেও ২৪-৪৮ ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা। আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত পরিবেশ বজায় থাকবে। 
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
তারিখ: ১৪.৭.২০
সময়: বিকাল ৫.৫২ মিনিট। 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......