কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায় আজ থেকে ২৩ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির
সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। বিগত ৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায় কমবেশি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। আকাশ ছিল আংশিক মেঘলা। বজায়
ছিল উষ্ণ আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত পরিবেশ। বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উভয় ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায় আজ থেকে তিনদিন বৃষ্টির পরিমান যথেষ্ট বৃদ্ধি পাবে। হতে পারে মাঝেমধ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। তবে বৃষ্টির বন্টন ও তীব্রতা সবজায়গায় সমান হবে না। এক সময়ে নানা জায়গায় বৃষ্টির বন্টনের তারতম্য লক্ষ্য করা যাবে। বজ্রগর্ভ মেঘ থেকে কোথাও কোথাও ৪০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দেওয়া হল ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত। তবে আদ্রতাজনিত অসস্তিকর ঘর্মাক্ত পরিবেশ বজায় থাকবে ওই সময়ে। অন্যদিকে বাংলাদেশের নানা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। ওড়িশা ঝাড়খণ্ড ছত্তিশগড় বিহার উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কোথাও কোথাও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কেনো হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বর্তমান সময় থেকে ২৩ তারিখ পর্যন্ত ?? খুুব শক্তিশালী মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তর ভারতের সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে পাকিস্তান ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই অক্ষরেখা শক্তিশালী হয়েছে বলে বঙ্গোপসাগর ও আরবসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ উষ্ণ ও আর্দ্র বাতাস প্রবেশ করছে ভারতের নানা জায়গায়। উষ্ণ আদ্র বাতাস প্রবেশ করছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের নানা জায়গায়। পাশাপাশি বৃৃদধি পাচ্ছে উচ্চ পরিচলন। এবং দুদিক আসা বায়ুর সম্মিলন হচ্ছে। যার জন্য নানা জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ৪৮-৭২ ঘন্টায়। তবে ভালো বৃষ্টি হলেও কমবে না অসস্তি। প্রবল বজ্রপাতের সতর্কতা দেওয়া হল। ছাতা সঙ্গে রাখতে একদম ভুুলবেননা।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
তারিখ ২১.৭.২০
সময় : সকাল ১০.৩০ মিনিট।
No comments:
Post a Comment