প্রশান্ত মহাসাগর হচ্ছে সক্রিয়। তবে কি এবার বঙ্গ পাবে নিম্নচাপের পরশ?? - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, July 31, 2020

প্রশান্ত মহাসাগর হচ্ছে সক্রিয়। তবে কি এবার বঙ্গ পাবে নিম্নচাপের পরশ??

বিগত বছরগুলোতে বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ সৃষ্টির ক্ষেত্রে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সৃষ্ট টাইফুনের অবদান ছিল অন্যতম। প্রতি বছরই বর্ষাকালে বঙ্গোপসাগরের পাশাপাশি অতি সক্রিয়তা পেয়ে থাকে মধ্য ও পশ্চিম প্রশান্ত মহাসাগর। তৈরি হতে থাকে একাধিক ক্রান্তীয় ঝঞ্ঝা। এই ক্রান্তীয় ঝঞ্ঝা গুলির বেশিরভাগ উচ্চ সমুদ্র জলতাপমাত্রা , নিম্ন উইণ্ড শেয়ার এবং অনুকূল ম্যাডেন জুলিয়ান ওসিলেশনের হাত ধরে সক্রিয় হয়ে গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ ও টাইফুনে পরিণত হয়ে থাকে। এই টাইফুন গুলির মধ্যে বেশ কিছু ফিলিপাইন হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে জাপান বা কোরিয়ার দিকে চলে যায়। এবং বেশ কিছু সিস্টেম ভিয়েতনাম ও মায়ানমার হয়ে ক্রমশই দুর্বল হতে হতে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের আকারে চলে আসে বঙ্গোপোসাগরে ও সংলগ্ন এলাকায়। একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ প্রশান্ত মহাসাগর থেকে প্রবেশ করে অনুকূল পরিস্থিতি
অনুযায়ী শক্তিশালী হয়ে ওঠে নিম্নচাপ , গভীর নিম্নচাপে পরিণত হয়ে বর্ষাকালে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে। অন্যদিকে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আসা দক্ষিণ চীন সাগর থেকে আসা ঘূর্ণিঝড়ের
পরিত্যক্ত অংশ গাল্ফ অফ থাইল্যান্ড দিয়ে প্রবেশ করে ঘূর্ণিঝড় ও শক্তিশালী ঘূর্ণিঝড়েও পরিণত হয়ে থাকে। ঘূর্ণিঝড় পিলিন , ঘূর্ণিঝড় বুলবুলের সৃষ্টি হয়েছিল প্রকৃত পক্ষে প্রশান্ত থেকে আসা ঘূর্ণিঝড়ের দুর্বল অংশের দ্বারা। 
অন্যদিকে বর্ষাকালে প্রশান্তের নিম্নচাপ কখনো কখনো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয় ফলে ওই সময় ব্যাপক বৃষ্টি হয়ে থাকে এবং মৌসুমী বায়ু অতি সক্রিয় হয়। 
প্রদত্ত চিত্রতে দেখা যাচ্ছে ২০১৯ সালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অসংখ্য গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড় ( টাইফুন ) সৃষ্টি হয়। যার মধ্যে বেশ কিছু টাইফুন ফিলিপাইনে আঘাত করে উপরের দিকে উঠে যায়। আর বেশ কিছু সিস্টেম পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ramments বঙ্গোপোসাগরে প্রবেশ করে থাকে। উল্লেখযোগ্য সিস্টেম টাইফুন উইফা ( Wifa ) থেকে আগষ্টের প্রথম সপ্তাহে ২০১৯ সালে বঙ্গোপসাগরে তৈরি হয় একটি অতি গভীর নিম্নচাপ। অন্যদিকে টাইফুন পোদুলের অংশ বঙ্গোপোসাগরে পড়়েছিল। টাইফুন মাতমো থেকে পুুজোর পর নভেম্বর মাসে তৈরি হয়়েছিল
ঘূর্ণিঝড় বুলবুল। 
জুন জুলাই মাসে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চচাপের প্রভাবে উইণ্ড শেয়ার বেশি 
থাকায় উল্লেখযোগ্য হারে তেমন কিছু সিস্টেম তৈরি হয়নি প্রশান্ত মহাসাগরে। কিন্তু বর্তমান সময় থেকে পাল্টাচ্ছে পরিস্থিতি। পশ্চিম প্রশান্ত মহাসাগর ও সংলগ্ন এলাকায় বাড়ছে ক্রান্তীয় অস্থিরতা। বর্তমান সময়ে ফিলিপাইনের কিছুটা পশ্চিম দিকে ও ভিয়েতনামের পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরে তৈরি হয়েছে একটি সুষ্পষ্ট নিম্নচাপ যা পরবর্তী সময়ে আরো শক্তিবৃদ্ধি করতে পারে। অন্যদিকে ফিলিপাইনের পূর্ব দিকের মহাসাগরে ক্রান্তীয় ঝঞ্ঝার পরিমান বৃদ্ধি পাচ্ছে। যা থেকে পরবর্তী সময়ে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য এই দুটি সিস্টেমের মধ্যে একটি বা দুটি বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় প্রবেশ করতে পারে আগষ্টের প্রথম সপ্তাহে দুর্বল হয়ে। অনেক সময় দুটি পালস একসাথে সংযুক্ত হয়ে গিয়ে একটি পালস গঠন করতে পারে বা একটি দুর্বল হয়ে পড়ে ও অপরটি প্রবেশ করতে পারে। যেহেতু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রান্তীয় ঝঞ্ঝা বাড়ছে সেহেতু বঙ্গোপোসাগরে আগষ্ট থেকে নিম্নচাপের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। এই নিম্নচাপ গুলি অনুকূল পরিবেশ পেলে গভীর হতেও পারে আগামী দিনে আগষ্ট , সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। বর্তমান সময়ে আই ও ডি নিউট্রাল রয়েছে ও পরবর্তী সময়ে ঋনাত্মকের দিকে হেলতে পারে এছাড়া কিছুটা লা নিনা পরিস্থিতি তৈরি হতে চলায় আগামী দিনে বঙ্গোপোসাগর ও প্রশান্ত মহাসাগরের পশ্চিম ও মধ্যাঞ্চলে ও দক্ষিণ চীন সাগর অতি সক্রিয় হতে পারে। ফলে নিম্নচাপ, শক্তিশালী নিম্নচাপ ও মৌসুমী উত্তর পর্বে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ও পরিমাণ দুটোই বাড়তে পারে। 
লেখা ও পর্যালোচনা: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৩১.৭.২০
রাত : ১.২১ মিনিট
স্যাটেলাইট: রাত ১২.৩০ মিনিট।  

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......