আসছে নিম্নচাপ, রাজ্যজুড়ে দুর্যোগের সম্ভাবনা। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, August 03, 2020

আসছে নিম্নচাপ, রাজ্যজুড়ে দুর্যোগের সম্ভাবনা।



গত কয়েক সপ্তাহের অস্বস্তিকর ঘর্মাক্ত এবং কষ্টদায়ক অভাব পরিস্থিতির সমাপ্তি ঘটতে চলেছে।
উষ্ণ ও আদ্রতা জনিত অস্বস্তি গত কয়েক দিন ধরেই চরম পর্যায়ে পৌঁছেছিল সমগ্র দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মৌসুমী অক্ষরেখার সক্রিয় থাকার কারণে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কথা হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি পাত ছিল অধরা।
পশ্চিমাঞ্চলের কিছু অঞ্চল ছাড়া দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম লক্ষ্য করা যাচ্ছিল গত কয়েকদিন ধরে। বৃষ্টিপাত কমে যাওয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং আদ্রতা জনিত চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতাসহ সমগ্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

তবে এই পরিস্থিতি এইবার বদলাতে চলেছে বলে আশা করা যাচ্ছে। তার কারণ হিসেবে বলা হচ্ছ, একটি নিম্নচাপ চাপ আসতে চলেছে।
কিন্তু কোথা থেকে আসছে নিম্নচাপ ?
পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ চীন সাগর অঞ্চলে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছিল গত সপ্তাহে তা প্রতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আকারে ভিয়েতনামের উপকূলে অতিক্রম করে।
পরবর্তীকালে নিম্নচাপটি স্থলভাগের মধ্যে প্রবেশ করায় ধীরে ধীরে দুর্বল হতে হতে তা মায়ানমার ও বাংলাদেশের নিকটবর্তী অঞ্চলে চলে এসেছে।


নিম্নচাপটি আগামী 24 ঘন্টা তেও একই দিকে অর্থাৎ পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে নিম্নচাপটি খুব শীঘ্রই উত্তর-পূর্ব বঙ্গোপসাগর লাগোয়া বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের খুব কাজ দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ।

তবে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের কাছাকাছি চলে এলে, অত্যন্ত নিম্ন গতি সম্পন্ন বায়ুপ্রবাহ, চরম আদ্রতা, ও গরম আবহাওয়া কে কাজে লাগিয়ে সেই নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে।
এর ফলে পশ্চিমবঙ্গে আগামী 4 তারিখ এবং 5 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ সেক্ষেত্রে আগামী 24 ঘণ্টা থেকেই সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে শুরু করবে।
বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার কারণে তাপমাত্রা ধীরে ধীরে কমার সম্ভাবনা থাকছে।


নিম্নচাপের প্রভাবে সমগ্র দক্ষিণ বঙ্গে অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যাবে, এছাড়াও উড়িষ্যা ঝাড়খন্ড এবং বাংলাদেশের অধিকাংশ অঞ্চল বৃষ্টিপাত ভালো রকম লক্ষ্য করা যাবে।
সেক্ষেত্রে বলা যায় এই নিম্নচাপের হাত ধরেই মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা সমগ্র পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে সক্রিয় হয়ে উঠতে চলেছে।

ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে এই নিম্নচাপ টির গতিবিধির ওপর সর্বদা নজর রাখা হচ্ছে।

ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে আরো স্পষ্ট তো জানানো হচ্ছে যে নিম্নচাপের বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের সর্তকতা জারি করা হচ্ছে সমগ্র দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রেে আগামী 72 ঘন্টায় ভালো রকম তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
ভারী বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে তার ফলে অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতি বেশ কিছুটা কমবে বলে আশা করা যায়।

By P.Ghosh
Update: 11:30 PM IST
02/08/2020

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......