কথায় আছে মরার উপর খাঁড়ার ঘা। যেন এটাই
এখন সত্যি হতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। জুন জুলাইয়ে বঙ্গোপোসাগর তেমন সক্রিয় নাহলেও আগষ্ট থেকে সাগরে তৈরি হচ্ছে একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ। ১৯-২১ আগষ্টের মধ্যে বঙ্গোপোসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ। যা শক্তিবৃদ্ধি করে সুষ্পষ্ট ও পরবর্তী পর্যায়ে গভীর হয়ে ওঠে। যার জন্য মেদিনীপুর, ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভালো মতো বৃষ্টি হয়ে থাকে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে উপকূলীয় এলাকার বেশ কিছু নদীর জলস্ফীতি ঘটেছে। জলমগ্ন হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। অন্যদিকে নিম্নচাপ চলে গেলেও সক্রিয় মৌসুমী বায়ু ও অক্ষরেখার প্রভাবে প্রতিদিনই ঝেঁপে বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। অন্যদিকে এর পাশাপাশি আবার নতুন করে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হওয়ার জন্য সিঁদুরে মেঘ দেখছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল। মেদিনীপুর , ২৪ পরগণা হাওড়া সহ বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা ফের তৈরি হতে চলেছে ২৪-২৭ আগষ্টের মধ্যে।
২৪-৩৬ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গোপোসাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। যা পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এবং পরবর্তীতে আরো শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলীয় এলাকায়। নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অগ্রসর হবার সম্ভাবনা এখনো রয়েছে। তাই পশ্চিমবঙ্গ বাংলাদেশ ঝাড়খণ্ড ওড়়িশা সহ বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৪-২৭ আগষ্টের মধ্যে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সমুদ্র উত্তাল হবার সম্ভাবনা রয়েছে। ৩৫-৪৫ কিমি প্রতি ঘন্টায় বা পরবর্তী সময়ে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে স্থলভাগের উপর দিয়ে। সমুদ্রের উপর বায়ুর প্রবাহ বেশি থাকবে সঙ্গে উপকূলীয় এলাকায়। ২৪-২৭ তারিখের মধ্যে বঙ্গোপোসাগর ও সংলগ্ন এলাকা উত্তাল থাকবে তাই মৎসজীবীদের ওই সময় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হল।
কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ২৪ পরগণা ঝাড়গ্রাম নদীয়া সহ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতিভারী থেকে তুমুল বৃষ্টি হতে পারে ওই সমস্ত অঞ্চলে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান , পুরুলিয়া বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। আকাশ থাকবে ওই সময় মেঘাচ্ছন্ন। উপকূলীয় এলাকায় ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় হড়পাবান, জলমগ্নতা, ভূমিধ্বস, দমকা হাওয়া ও বন্যা বা বন্যা সদৃশ পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে। সাধারণত মেদিনীপুর, ২৪ পরগণা সহ বেশ কিছু জায়গার নদীর জলস্ফীতি ঘটেছে তাই ওই সমস্ত অঞ্চলে কড়া সতর্কতা দেওয়া হল। এছাড়া উপকূলীয় এলাকায় জলস্ফীতির বা সামুদ্রিক প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে দুর্যোগ পূর্ণ আবহাওয়া আসছে তা আর বলার অপেক্ষা রাখে না।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল
২৪.৮.২০ ( সকাল ৭ টা )।
No comments:
Post a Comment