২২ মে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। তার আগেই সাজতে শুরু করছে বঙ্গোপসাগর ধীরে ধীরে। ২৪ ঘন্টার মধ্যে দ আন্দামান সাগর ও সুদুর দক্ষিণ বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবছরের মতো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। অন্যদিকে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তটি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করলেও ৪৮ ঘন্টায় ধীরে ধীরে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগর, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি করতে পারে। যার নাম হবে Invest 92B.
সিস্টেমটি পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হবে ২৪-২৫ মে এর আশেপাশে। এবং পরবর্তীতে শক্তিবৃদ্ধি করে প্রবল বা অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর ওড়িশার বালাসোর থেকে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের খুলনার মধ্যে আঘাত হানতে পারে ২৬-২৭ মে এর মধ্যে। এই ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, উত্তাল সমুদ্রের সতর্কতা ২৫-২৮ মে এর মধ্যে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। বাংলাদেশ ও উত্তর ওড়িশাতেও ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রাথমিক ভ্রুণ তৈরি হয়েই আশঙ্কার প্রহর গোনা শুরু হয়ে গেছে বঙ্গবাসীর। নিম্নচাপের প্রভাবে আন্দামান দ্বীপপুঞ্জে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২২-২৪ মে এর আশেপাশে। আপাতত ঘূর্ণাবর্ত ও মৌসুমী বায়ুর প্রভাবে ৪৮-৭২ ঘন্টায় দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। নিম্নচাপটি উত্তর ও সামান্য উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোজা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সরাসরি আঘাত হানতে পারে। তাই পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আঘাত ও ভালোই দুর্যোগের ঝুঁকি থাকছে। ঘূর্ণিঝড়টি মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখাকে বেশ খানিকটা এগিয়ে আনতে পারে।।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
২০.৫.২০২১

No comments:
Post a Comment