বঙ্গের দিকে ঘুরছে নিম্নচাপ। তুমুল দুর্যোগের ভ্রুকুটি। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, May 27, 2021

বঙ্গের দিকে ঘুরছে নিম্নচাপ। তুমুল দুর্যোগের ভ্রুকুটি।

রাঁচির কাছে অবস্থিত ঘূর্ণিঝড় ইয়াসের পরিত্যক্ত অংশ ক্রমশ ২৪ ঘন্টায় উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তবে ভালো দুর্যোগ ঘটানোর ক্ষমতা আছে। দফায় দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে ৪৮ ঘন্টায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ও বিহারে। জলীয় বাষ্প সংগ্রহ করে গভীর নিম্নচাপের নীচের অংশে মেঘ সঞ্চার হচ্ছে তাই ঝাড়খণ্ড , বিহার, দক্ষিণবঙ্গের বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া নদীয়া কলকাতা ও ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং সহ বেশ কিছু যায়গায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যবঙ্গ ও উত্তরবঙ্গে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু যায়গায়। সাথে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। স্থানীয় উইণ্ড শেয়ার ড্রপ করে আবর্ত সৃষ্টির জন্য কোথাও কোথাও বড়ো বজ্রঝঞ্ঝা বা কয়েকটি স্থানে টর্নেডো জাতীয় বজ্রঝঞ্ঝা হলেও হতে পারে। ২৪ ঘন্টায় গভীর নিম্নচাপ দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া জলীয় সংযুক্তির জন্য উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব অঞ্চলেই বৃষ্টি, বজ্রবৃষ্টি বা দমকা হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল।
২৭.৫.২০২১.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......