ধেয়ে আসছে বঙ্গ ও বাংলায় খুব শক্তিশালী বৃষ্টিবলয় "বান"। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, July 20, 2021

ধেয়ে আসছে বঙ্গ ও বাংলায় খুব শক্তিশালী বৃষ্টিবলয় "বান"।

তৈরি হচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে ২১ জুলাই থেকে  আগষ্টের ৫ তারিখ পর্যন্ত সময়সীমার মধ্যে। একের পর এক নিম্নচাপের প্রভাবে মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানে বিরাজ করবে এবং যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারে যার জন্য লাগাতার হালকা থেকে মাঝারি বৃষ্টি কখনো কখনো ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চরমতম ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাওড়া কলকাতা নদীয়া ২৪ পরগণা হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।‌ধেয়ে আসতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এই সময়ের মধ্যে দুই থেকে তিনটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে একটি বা দুটির শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি ও কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল হবার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপগুলি ও অক্ষরেখার প্রভাবে মৌসুমী বায়ু চূড়ান্ত শক্তিশালী হয়ে উঠতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। প্রথম নিম্নচাপ সৃষ্টি হতে পারে জুলাইয়ের ২২-২৫ জুলাইয়ের মধ্যে। নিম্নচাপটি পশ্চিমবঙ্গ বা উত্তর ওড়িশায় প্রবেশের সম্ভাবনা বেশি। দ্বিতীয় নিম্নচাপ সৃষ্টি হতে পারে জুলাইয়ের ২৬-২৯ তারিখের মধ্যে। এবং তৃতীয়টি আগষ্টের প্রথম সপ্তাহে। নিম্নচাপ গুলি সৃষ্টি হবে উত্তর বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়। তার জন্য লাগাতার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে। বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম মংলা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে চরমভারী বৃষ্টি ২১/২২ জুলাই থেকে ৫/৬ আগষ্টের মধ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, রাজশাহী ও সংলগ্ন এলাকায়। প্রদত্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। নিম্নচাপের বৃষ্টির জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা হ্রাস পাবার সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু ভয়াবহ শক্তিশালী হয়ে উঠতে চলেছে। তার জন্য পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল ও সংলগ্ন এলাকায় জলমগ্নতা ও বন্যাসদৃশ পরিস্থিতি তৈরি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায়। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বন্যা সদৃশ পরিস্থিতি তৈরি হতে পারে। শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে নতুন বৃষ্টিবলয় "বান"। সবচেয়ে বেশি প্রভাব থাকবে কলকাতা ২৪ পরগণা নদীয়া মেদিনীপুর হাওড়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও বাংলাদেশের উপকূলীয় ও সংলগ্ন এলাকায়। জলমগ্নতা, বন্যা ও বন্যাসদৃশ পরিস্থিতি, দুর্যোগ পূর্ণ আবহাওয়া, ঝেঁপে বৃষ্টি, দমকা হাওয়া, নদীর জলস্ফীতি, উত্তাল সমুদ্র সব কিছু দেখা যাবে এই বৃষ্টিবলয়ে। সুতরাং  প্রবল বৃষ্টি ও জলমগ্নতার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে রাখুন। ২২ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত সময়সীমার মধ্যে মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বিশেষ করে ২২ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের একেবারেই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বর্তমানে একটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে ৪৮-৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি বা মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ জুলাই থেকে ৫ আগষ্টের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় পর্যায়ক্রমে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
Moderate to heavy rain, Very heavy falls, Extremely heavy rain Gangetic Westbengal Bangladesh , Gusty wind, rough sea, Hazards weather, Water logging, Monsoonal System, Tropical system, Low pressure, Trough, Circulation.
20.7.2021 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......