শরতের নীলাকাশের মাঝেই অসুর গভীর নিম্নচাপ। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, September 10, 2021

শরতের নীলাকাশের মাঝেই অসুর গভীর নিম্নচাপ।

দুর্গাপূজার আর মাত্র একমাস বাকি। আকাশে বাতাসে দেবী দুর্গার আগমনীর সুর। হাতেগোনা দিনেই ব্যাস্ত কুমারটুলি থেকে বাজারহাট। পুজোর মার্কেটিং থেকে শুরু করে প্রতিমাতৈরি , প্যাণ্ডেল তৈরি সবকিছুর মধ্যেই চরম ব্যাস্ততা। এসবের মধ্যেই অসুর হিসেবে পূর্ব মধ্য ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা ২৪-৩৬ ঘন্টার মধ্যেই পরিণত হতে চলেছে নিম্নচাপে সম্মিলিত ভাবে। নিম্নচাপটি তৈরি হবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে।  নিম্নচাপটি পরবর্তী পর্যায়ে আরো দাঁত নখ শানিয়ে শক্তিশালী হয়ে গভীর থেকে গভীরতর হবার সম্ভাবনা রয়েছে ১২-১৫ সেপ্টেম্বরের মধ্যে। যার জন্য দুর্গাপূজার বাজারে অসুর হতে চলেছে ঝড়বৃষ্টি। শুধু তাই নয় বিশ্বকর্মা পূজার বাজার মাটি করবে এই নিম্নচাপ। নিম্নচাপ থেকে আশঙ্কা থাকছে কারণ এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশামুখী হতে চলার কারণে। ১২-১৫ সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশায় ব্যাপক ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া ও উত্তাল সমুদ্রের সতর্কতা দেওয়া হল। নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এসে আরো শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেম থেকে দক্ষিণবঙ্গে তিন রকম আবহাওয়া চোখে পড়বে উপকূলীয় এলাকায়। ১০-১১ সেপ্টেম্বরের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। দু এক পশলা বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি ও চরম অসস্তিকর গরম অনুভব হবে। 
পরিষ্কার আকাশ ও শরৎকালীন আকাশ দেখে অনেকেই ভাববেন পূর্বাভাস ঠিকঠাক নয় বা নিম্নচাপ দক্ষিণবঙ্গে কোনো প্রভাব বিস্তার করবে না। এই সময় উত্তর পশ্চিম বা উত্তর দিক থেকে হাওয়া ও মেঘের গতি দেখা যাবে। মূল আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে ১২ সেপ্টেম্বর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া ও মেঘের সঞ্চার বাড়তে থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৩০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যাবে। ১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দফায় দফায় থেকে উপকূলীয় এলাকার কোথাও কোথাও এক নাগাড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২, ১৩, ১৪ সেপ্টেম্বর নিম্নচাপের সবচেয়ে বেশি প্রভাব পড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগণা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও অতিভারী থেকে বিক্ষিপ্ত ভাবে চরমভারী বৃষ্টি চোখে পড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকার জেলাগুলোতে। সঙ্গে ৪০-৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। বিশ্বকর্মা পূজার দিন আবহাওয়া পরিষ্কার হবার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি গভীর থেকে গভীরতর হবে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ঘন্টায় ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। পরিস্থিতির রকমফের হলে কোথাও কোথাও ৭০-৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। সাথে উত্তাল সমুদ্রের সতর্কতা দেওয়া হল। জলচ্ছাসের সতর্কতা ১২-১৫ সেপ্টেম্বর মন্দারমনি, তাজপুর, দীঘা, বালাসোর , সাগরদ্বীপ, নামখানা, ধামড়া, পারাদ্বীপ, পুরী প্রভৃতি অঞ্চলে। বর্তমানে ম্যাডেন জুলিয়ান অশিলেশন ফেজ ৩ ও অ্যাম্প্লিচিউড ১ এর বেশি রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে উইণ্ড শেয়ার ও সমুদ্র জলের তাপমাত্রা বেশি রয়েছে। যার জন্য ট্রপিক্যাল সাইক্লোন হিট পোটেনশিয়াল এনার্জি উত্তর বঙ্গোপসাগরে বেশি রয়েছে সামগ্রিক ভাবে শক্তিশালী সিস্টেম তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। 
Weather of Westbengal team.
10.9.2021

1 comment:

Weather Prediction Model

Comming Soon......