ঘনঘন নিম্নচাপের হাত ধরে বর্ষা ফুলফর্মে খেললেও আসন্ন সেপ্টেম্বর মাসেই বর্ষাবিদায় সূচিত হয়ে যায় উত্তর পশ্চিম ভারত থেকে। সুতরাং আমরা বলতেই পারি বর্ষার বাড়বাড়ন্ত থাকলেও হাতে গোনা কিছুদিনের মধ্যেই বর্ষা বিদায়ের সূচনা হবার সময় আসন্ন। এবার দেখে নেওয়া যাক ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত উত্তর পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু বিদায় কবে সূচিত হয়েছিল??
২০১২ সালে উত্তর পশ্চিম রাজস্থান ও সংলগ্ন এলাকা থেকে ২৩-২৫ সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়া শুরু হয়েছিল। ২০১৩ সালে ৯-১৮ সেপ্টেম্বরের মধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়া শুরু হয়েছিল। ২০১৪ সালে উত্তর পশ্চিম ভারত থেকে ২৩ সেপ্টেম্বর মৌসুমী বায়ু বিদায় নেওয়া শুরু হয়েছিল। ২০১৫ সালে উত্তর পশ্চিম ভারত থেকে ৪ সেপ্টেম্বর মৌসুমী বায়ু বিদায় নেওয়া শুরু হয়েছিল। ২০১৬ সালে ১৫ সেপ্টেম্বর উত্তর পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়া শুরু হয়েছিল। ২০১৭ সালে উত্তর পশ্চিম ভারত থেকে ২৭ সেপ্টেম্বর মৌসুমী বায়ু বিদায় নেওয়া শুরু হয়েছিল। ২০১৮ সালে ২৯ সেপ্টেম্বর উত্তর পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়া শুরু হয়েছিল। ২০১৯ সালে ৯ অক্টোবর উত্তর পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়া শুরু হয়েছিল। ২০২০ সালে ২৮ সেপ্টেম্বর মৌসুমী বায়ু উত্তর পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করেছিল। প্রদত্ত পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে মৌসুমী বায়ু ৮ বছরের মধ্যে ৫ বছর সেপ্টেম্বরের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করেছিল। যদিও সরকারি হিসেবে মৌসুমী বায়ু সেপ্টেম্বরের ১৭ তারিখ বিদায় নিতে শুরু করে। এবার আমরা আলোচনা করব ২০২১ সালের বর্তমান ও আসন্ন পরিস্থিতি সম্পর্কে।
মৌসুমী বায়ু বিদায় নেওয়ার অন্যতম শর্ত হিসেবে মৌসুমী অক্ষরেখা দুর্বল ও ধ্বংস হওয়া জরুরি। কিন্তু বর্তমানে মৌসুমী অক্ষরেখা একাধিক নিম্নচাপের হাত ধরে সক্রিয় রয়েছে। অন্যদিকে মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি সুষ্পষ্ট নিম্নচাপ যা গভীর নিম্নচাপে পরিণত হবে ২৪ ঘন্টায়। এবং পরবর্তীতে ১৩ সেপ্টেম্বরের আশেপাশে উত্তর ওড়িশা বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সীমান্ত উপকূলীয় এলাকা দিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে । মধ্য ভারত ও উত্তর পশ্চিম ভারতের দিকে অগ্রসর হতে পারে। যার জন্য উত্তর পশ্চিম ভারতে আগামী ১৮-১৯ সেপ্টেম্বর পর্যন্ত যথেষ্ট পরিমাণে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি চোখে পড়বে। বৃষ্টি চলবে ও ও এল আর এর মান কম , ইস্টার্লির প্রভাব দেখা যাবে তাই আপাতত ২০ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু প্রত্যাগমণের সম্ভাবনা নেই। তবে উত্তর পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হওয়া শুরু করবে ২০ সেপ্টেম্বর বা তার পর থেকে। যদি খুব হেরফের না হয় সেপ্টেম্বরের শেষ সপ্তাহে উত্তর পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু বিদায় শুরু হতে পারে। অন্যদিকে বঙ্গোপসাগরে এই নিম্নচাপের পরেও একটি দুর্বল নিম্নচাপ/ ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ১৭ সেপ্টেম্বরের আশেপাশে তবে আশা করা যায় এই নিম্নচাপ উত্তর পশ্চিম ভারতের মৌসুমী বিদায়ে তেমন প্রভাব ফেলবে না। তবে মোটের উপর ২০২১ সালে স্বাভাবিকের চেয়ে মৌসুমী বিদায় শুরু দেরীই হবে। ২০ তারিখ বা তার পর থেকে উত্তর পশ্চিম ভারতের পরিমণ্ডলে কি পরিবর্তন হবে তার জেনে নেওয়া যাক। উত্তর পশ্চিম ভারতের রাজস্থানে মিড ট্রপোস্ফিয়ারে ও আপার ট্রপোস্ফিয়ারে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করবে। পশ্চিমা জেট বাতাসের প্রভাব বাড়তে শুরু করবে। উচ্চচাপ বলয় ধীরে ধীরে সক্রিয় হবার ইঙ্গিত দেবে। বায়ুর দিক পরিবর্তন ও বৃষ্টির তীব্রতা কমতে শুরু করবে। তার জন্য আশা করা যায় সেপ্টেম্বরের শেষ সপ্তাহে উত্তর পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু বিদায়ের সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়া শুরু করলে তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে কবে বিদায় নেবে ?? স্বাভাবিক নিয়মে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে উত্তর পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়া শুরু করলে তার ১৪-১৫ দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মৌসুমী বায়ু বিদায় নেয়। যদি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ২৩-৩০ তারিখের মধ্যে মৌসুমী বায়ু উত্তর পশ্চিম ভারত থেকে বিদায় নেয় তাহলে ৭-১৪ অক্টোবরের মধ্যে মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে পারে। সেক্ষেত্রে দুর্গাপূজা ঝকঝকে রৌদ্রজ্জ্বল যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদিও এত তাড়াতাড়ি সুষ্পষ্ট ভাবে কিছুই বলা যায়না তার কারণ অক্টোবর মাসে বঙ্গোপসাগর বা আরবসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়। আর এই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে মৌসুমী বিদায়কে স্লথ করে দেয়। তবে আরবসাগরে নিম্নচাপ তৈরি হলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমী বিদায়ে তেমন একটা প্রভাব ফেলে না। পরিষ্কার, রৌদ্রজ্জ্বল বা আংশিক মেঘলা আবহাওয়া দেখা যায়। ২০২০ সালে অক্টোবরে দুটো নিম্নচাপ মৌসুমী বায়ুকে অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত আটকে রেখেছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
Weather of Westbengal.
11.9.2021
No comments:
Post a Comment