পার্বত্য অঞ্চলে ঘন ঘন তুষারপাত তৈরি হচ্ছে শীতের পটভূমি। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, November 02, 2022

পার্বত্য অঞ্চলে ঘন ঘন তুষারপাত তৈরি হচ্ছে শীতের পটভূমি।



নিজস্ব প্রতিবেদন: বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের প্রভাবে সাময়িক শীতের আমেজ কমলেও চোখের অগোচরেই চলছে শীত আসার প্রস্তুতি বঙ্গে। উত্তর পশ্চিম ভারতে আসা একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে রীতিমতো তুষারপাত ঘটিয়ে চলেছে। মাঝে মাঝে তুষারপাতের কবলে পড়ছে জন্মু ও কাশ্মীর, হিমাচল উত্তরাখণ্ডের উচ্চ পার্বত্য অঞ্চল। সিকিমের উচ্চ পার্বত্য
অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা আগামী দিনে আরো বাড়ছে। এই একের পর এক আসা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের কারণে উত্তর পশ্চিম ভারতের সর্বোনিম্ন তাপমাত্রা হ্রাস পাচ্ছে এবং আগামী ৭২-৯৬ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম ভারতে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। জাঁকিয়ে শীতের হাত থেকে ছাড় পাবেনা রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের বেশ কিছু জায়গা। সাথে বিহার ও উত্তরবঙ্গে ঠাণ্ডার অনুভূতি আরো বাড়তে চলেছে। উত্তর পশ্চিম ভারত থেকে ঠাণ্ডা শীতল হাওয়া নেমে আসবে মধ্যভারত, ঝাড়খণ্ড ও ছত্তিসগড়ের দিকে যার জন্য ওই সমস্ত অঞ্চলে শীতের অনুভূতি আরো বাড়বে। তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কী হবে? কি হবে বাংলাদেশের? বাংলাদেশের উত্তরাঞ্চলে ও বঙ্গের উত্তরাঞ্চলে ঠাণ্ডা আগামী ৯৬ ঘন্টায় কিছুটা বাড়লেও বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণবঙ্গের পোড়া কপালে রয়েছে এখন সামুদ্রিক উচ্চচাপ বলয়ের প্রভাব যার জন্য উত্তরে হাওয়া বয়ে এলেও পাশাপাশি সাগর থেকে ঢুকে পড়ছে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস যার জন্য সর্বোনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত থাকছে বা বাড়ছে। তবে তাপমাত্রা যেহেতু দক্ষিণবঙ্গে ১৮-২৩°সে আশেপাশে থাকছে তাই ভোর ও সকালের দিকে হালকা ঠাণ্ডার আমেজ পাওয়া যাচ্ছে। কিন্তু বাকি সময় বেশিরভাগ অঞ্চলে মাথার উপর ফ্যান ঘুরছে। আগামী ৭২-৯৬ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হয়তো সর্বনিম্ন তাপমাত্রা একটু কমতে পারে তার মানে এই নয় পাকাপাকি ভাবে শীত এসে যাবে। পাকাপাকি ভাবে শীত আসতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে যখন ওই উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারত থেকে শীতল শুষ্ক বাতাস নামবে তখনই শীতের আসল খেলা শুরু হবে এরই মধ্যে পূর্ব মধ্য ভারত ও মধ্যভারতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেয়ে যাবে। অন্যদিকে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় এখনি জাঁকিয়ে শীত নয় দেরি আছে। বাংলাদেশ যা দয়া দাক্ষিণ্য করে পাবে সেটা শীতের আমেজটুকু। কারণ বাংলাদেশ শীতের দিক থেকে ভারতের উপর নির্ভরশীল। আপাতত বাংলাদেশের দক্ষিণাঞ্চল হালকা ফুলকো শীতের আমেজ নিয়ে খুশি থাক। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ১৯-২৩°সে আশেপাশে এর বেশি আসা আপাতত ৪-৫ দিন না করাই ভালো। তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের আমেজ কিছুটা বাড়তে পারে ৯৬ ঘন্টায়। তবে সেই ৭-৮, ৮-১০, ১০-১২°সে এর খেলা দেখতে হলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখন শীত আসবে রেকর্ড শীত আসবে দক্ষিণবঙ্গে। তাই মন খারাপ করার কোনো কারণ নেই পাকাপাকি শীত আসতে আরও কিছুটা অপেক্ষা করতে হলেও দক্ষিণবঙ্গের জন্য এবার ভালোই শীত আছে।
২/১২/২০২২ (রাত্রি)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......