নিজস্ব সংবাদদাতা: কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে ঠাণ্ডা না পড়লেও উত্তরবঙ্গের পার্বত্য ঠাণ্ডা দক্ষিণবঙ্গের চেয়ে কিছুটা বেশিই অনুভব হচ্ছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার আক্রমণ হবার কারণে উত্তর পশ্চিম ভারতের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠাণ্ডা অনুভব হলেও জাঁকিয়ে শীত এখনো গেড়ে বসেনি। তবে ধীরে ধীরে আরও ঠাণ্ডার পটভূমি তৈরি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আগামী ৪৮-৭২ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠাণ্ডা কিছুটা বাড়লেও বাড়তে পারে কিন্তু ১২ নভেম্বর ২০২২ ও তারপর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা আরো কমবে ক্রমশ মনোরম ঠাণ্ডা থেকে জাঁকিয়ে ঠাণ্ডার দিকে অগ্রসর হবে উত্তরবঙ্গের জেলাগুলো। তবে বর্তমানে পার্বত্য অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে ১০°সে এর নীচে নেমে গেছে দার্জিলিং। বলাবাহুল্য উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে দাপুটে ঠাণ্ডা অনুভব হচ্ছে। ১২ নভেম্বরের পর থেকে উত্তরবঙ্গের সমতল অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৩ থেকে ১৭°সে আশেপাশে। বেশ ঠান্ডা অনুভব হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সিস্টেম তৈরি হলেও তা যাবে তামিলনাডু ও শ্রীলঙ্কা তারজন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার বড়োসড়ো পতন অপেক্ষা করছে। বাড়বে উত্তরে বাতাসের প্রবাহ। সুতরাং উত্তরবঙ্গে যে শীত পড়তে চলেছে বলার অপেক্ষা রাখেনা। আগামী সপ্তাহখানেক থেকে দু সপ্তাহ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পাহাড়েও উল্লেখযোগ্য কিছু হবেনা। যারজন্য ঠাণ্ডা ভালো রকম পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বেশিরভাগ অঞ্চলজুড়ে রৌদ্রজ্জ্বল শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে উত্তরবঙ্গের কোথাও কোথাও কুয়াশা তৈরি হতে পারে। তারজন্য একটু সাবধানতা নিতেই হবে। উত্তরবঙ্গ ভালোবাসা ঘোরার অনুকূল আবহাওয়া আগামী ২ সপ্তাহে বিরাজ করবে।
১০/১১/২০২২
No comments:
Post a Comment