বাড়বে জোর ঠাণ্ডা!! শীত কি আসছে? - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, November 09, 2022

বাড়বে জোর ঠাণ্ডা!! শীত কি আসছে?


নিজস্ব সংবাদদাতা: অক্টোবর মাসে বিগত ১০ বছরের মধ্যে ঠাণ্ডার দিক থেকে রেকর্ড করেছিল কলকাতার আলিপুর। সর্বোনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ১৯.৬°সে। কিন্তু নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সর্বোনিম্ন তাপমাত্রার তেমন একটা পতন চোখে পড়েনি বলাবাহুল্য সেই পশ্চিমী ঝঞ্ঝার আগমণ ও সাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়। এই জোড়া সিস্টেম কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোনিম্ন তাপমাত্রার পতনকে বেঁধে রেখেছে। উত্তরে হাওয়া মাঝে মাঝে বন্ধ হয়ে গিয়ে দেখা যাচ্ছে দখিনা হাওয়া। এই উত্তরে ও দখিনা এই দু হাওয়ার সংমিশ্রণে এই গরম আবার এই ঠাণ্ডা অনুভব হচ্ছে। আকাশে মাঝে মাঝে মেঘ ঢুকে পড়ছে। তবে রাত ও সকালের দিকে মৃদুমন্দ ঠাণ্ডার অনুভূতি থাকলেও বাকি সময়টা ফক্কা। বরং দিনের বেলায় কিছুটা অস্বস্তি অনুভব হচ্ছে। তবে পশ্চিমাঞ্চলের ও উত্তরবঙ্গের ঠাণ্ডা কিছুটা বেশি রয়েছে। তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে কুয়াশা। এদিকে বঙ্গোপসাগরে তৈরি একটা পাতি নিম্নচাপের গায়ে ঘূর্ণিঝড়ের তকমা সেঁটে রমরমিয়ে টি আর পি বাড়িয়ে চলেছে একদল সাংবাদিক। আগুপিছু না দেখে দু একটা মডেল দেখেই বলে দিচ্ছে ঘূর্ণিঝড়। যাইহোক যে সিস্টেমটিকে নিয়ে এত জল্পনা কল্পনা সে যাচ্ছে তামিলনাডু একটা পাতি নিম্নচাপ বা বড়োজোর গভীর নিম্নচাপ হয়ে। তার একচুলও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। অন্যদিকে পরপর পশ্চিমী ঝঞ্ঝার লাইন বিরতি নিলেই হুড়মুড়িয়ে উত্তর পশ্চিম ভারত থেকে ও ঝাড়খণ্ড থেকে নেমে আসবে উত্তরে হাওয়া। তারজন্য উত্তরবঙ্গের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঠাণ্ডার দাপট নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বাড়তে চলেছে। কলকাতায় তাপমাত্রা নেমে যেতে পারে ১৫-১৭°সে আশেপাশে। তবে শীতের নিয়ম অনুযায়ী পরপর তিনদিন সর্বোনিম্ন তাপমাত্রাকে ১৫°সে এর ঘরে থাকতে হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেরকম সম্ভাবনা রয়েছে তবে আরেকটু অপেক্ষা করেই শীত পাকাপাকি ভাবে আসছে কিনা তা জানানো হবে। তবে একটা ভালো ঠাণ্ডা পড়তে চলেছে ১০ থেকে ১৫ নভেম্বর ২০২২ এর মধ্যে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ১১-১৫°সে আশেপাশে। পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গে বেশ ভালো ঠাণ্ডা অনুভব হবে। নভেম্বরের তৃতীয় চতুর্থ সপ্তাহে একটা সিস্টেম পশ্চিমবঙ্গ -বাংলাদেশে আসছে প্রচার শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত মন্তব্যের সময় আসেনি। ভালো ঠাণ্ডা আসতে চলেছে দক্ষিণবঙ্গে আপাতত উপভোগ করুন ঠাণ্ডা।
৯ নভেম্বর ২০২২ (সকাল)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......