প্রাণের শহর পুরুলিয়া। পুরুলিয়ায় আসছে বছরের প্রথম ১২°সে শীতের এর ধাক্কা। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, November 12, 2022

প্রাণের শহর পুরুলিয়া। পুরুলিয়ায় আসছে বছরের প্রথম ১২°সে শীতের এর ধাক্কা।


নিজস্ব প্রতিবেদন: মুখোশ গ্রাম, পাখি পাহাড়, অযোধ্যা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিখ্যাত বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলি পুরুলিয়ার অন্তর্গত। নভেম্বরের প্রথম সপ্তাহে ঠাণ্ডা কিছুটা বাড়লেও সেই জাঁকিয়ে ঠাণ্ডার ব্যাটিং কর্যত এখনো পায়নি পুরুলিয়া বাসী যারজন্য সকলের একটাই প্রশ্ন পুরুলিয়া তো যাবো কিন্তু জাঁকিয়ে ঠাণ্ডার ধাক্কাটা ঠিক কবে থেকে পাব? এ প্রশ্ন শুধু পর্যটকদের নয় পুরুলিয়া বাসীদেরও ঠিক একই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলা যায় ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকা থেকে আসা শীতল বাতাস প্রবেশ করে ঠাণ্ডা ঠাণ্ডা অনূভুতি নিয়ে এসেছে ঠিকই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ১২°সে এর একটা জোরালো ঠাণ্ডার ধাক্কা পেতে চলেছে পুরুলিয়া। যা মুখে খুশি ফোটাতে পারে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের। উত্তর পশ্চিম ভারত ধীরে ধীরে শীতল হতে শুরু করেছে সাথে সাথে ঝাড়খণ্ডেও ঠাণ্ডা বাড়ছে। আসন্ন সপ্তাহে ঝাড়খণ্ড ও উত্তর পশ্চিম ভারতের শীতল বাতাস নেমে এসেছে সর্বোনিম্ন তাপমাত্রাকে ১৫-১৭°সে এর শীতকে একধাক্কায় ১২-১৪°সে এর শীতে পরিণত করে দেবে। কাঁপুনি অনুভব হবে পুরুলিয়ায়। রবি বা সোমবার থেকে সর্বোনিম্ন তাপমাত্রা হুড়মুড়িয়ে ড্রপ করবে পুরুলিয়ায় তাই মোটা শীতের পোশাক পর্যটকরা অবশ্যই নিয়ে যাবেন। আবহাওয়া মূলত রৌদ্রজ্জ্বল ও শুষ্ক বৃষ্টিহীন থাকবে পুরুলিয়ায়। পুরুলিয়ার শীতভোগের সময় আসন্ন।
১২/১১/২০২২

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......