নিজস্ব সংবাদদাতা: মোরা, সিডার, ভোলা সহ বেশ বড়ো বড়ো ঘূর্ণিঝড়ের সঙ্গে উজ্জ্বল হয়ে রয়েছে বাংলাদেশের নাম। সেই তুলনায় পশ্চিমবঙ্গে ঝড় আসার সম্ভাবনা থাকলেও বাংলাদেশ যেন বেশ কিছু বড়ো বড়ো ঘূর্ণিঝড় কে প্রায় পশ্চিমবঙ্গের দোড়গোড়া থেকে নিয়ে চলে গেছে নিজের দেশে। বাংলাদেশ ক্রিকেটে প্রতিনিয়ত ভারতের কাছে হেরে চললেও বিরাট বিরাট ঘূর্ণিঝড়কে নিজের দখলে রাখতে ভারতের থেকে বাংলাদেশ বেশি এগিয়ে আছে। আগের দিন একজন বাংলাদেশী অনুগামী প্রশ্ন রেখেছিল ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে ঢুকলেও সিডার কেন বাংলাদেশকে তছনছ করে দিয়েছিল?? প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। সিডার বাংলাদেশের দিকে বেশ কিছুটা তাড়াতাড়ি ঢুকে গিয়েছিল এবং সিডার উপকূলের অনেক দূর দিয়ে বাংলাদেশের বরিশালে আঘাত হানে এবং অতি শক্তিশালী ক্যাটেগরি ৪ মাত্রার ঘূর্ণিঝড় হিসাবে। অন্যদিকে বুলবুল ছিল ক্যাটেগরি ২ মাত্রার ঘূর্ণিঝড় যা উপকূলের কাছাকাছি স্থবির হয়ে পড়েছিল অন্যদিকে সিডার উপকূলের কাছাকাছি খুব দ্রুত বাংলাদেশের দিকে বেঁকে যায় এবং পূর্ণ শক্তি দিয়ে আঘাত হানে বাংলাদেশে। যেন ঘূর্ণিঝড় সিডার বাংলাদেশকে নিজের মন প্রাণ সবটুকু দিয়ে দিয়েছিল, যেন ঘূর্ণিঝড় সিডার বাংলাদেশ ছাড়া অন্য কারোর ছিল না। শুধু মাত্র ম্যানগ্রোভ অরণ্য থাকলেই যে বড়ো ক্যাটেগরি ৪ মাত্রার ঘূর্ণিঝড় মুহূর্তে দুর্বল হয়ে যাবে এই ধারণা করা বোকামি অন্যদিকে সিডার পশ্চিমবঙ্গ উপকূল থেকে খুব তাড়াতাড়ি অভিমুখ ঘুরিয়েছিল ও দ্রুত স্থলভাগ অতিক্রম করেছিল। বুলবুল বেশ খানিকটা ওড়িশা উপকূল ঘেঁষে পড়ায় প্রাথমিক ভাবে দুর্বল হয়েছিল পরে সামান্য কিছুটা শক্তি বাড়ালেও উপকূল অতিক্রমের সময় ক্রমশ দুর্বল হতে থাকে। তাতে আরো সাহায্য করে ম্যানগ্রোভ অরণ্য। অন্যদিকে ঘূর্ণিঝড়ের দ্রুতগমণ বা স্থবির হবার পিছনে বায়ুপ্রবাহের ভূমিকা রয়েছে। ঘূর্ণিঝড় সিডারের পিছনে জোর পশ্চিমা জেট বাতাস ছিল সেকারণে দ্রুতগমণ হয়। অন্যদিকে সিডার বরিশালে আঘাত হানে যেখানে ম্যানগ্রোভ অরণ্য তেমন একটা নেই।
বাংলাদেশের দিকে গেলে ঝড় কেন বিধ্বংসী হয়ে ওঠে?
বাংলাদেশের দিকে ঝড় যাওয়া মানেই সব শক্তিশালী ঘূর্ণিঝড় হবে তেমন কোনো কথা নেই। তবে বাংলাদেশ উপকূলের দিকে ঝড় এলে উন্মুক্ত সমুদ্র অনেকখানি পেয়ে থাকে ঘূর্ণিঝড় গুলি তারজন্য শক্তিশালী হবার সম্ভাবনা বেশি থাকে। সেতুলনায় পশ্চিমবঙ্গের দিকে ঝড় আসতে গেলে ঝড়কে অনেকটা পূর্ব ভারতের উপকূল ঘেঁষতে হয় তার জন্য শক্তিশালী ঝড়ের মুখে পশ্চিমবঙ্গ পড়লেও বাংলাদেশের তুলনায় তা কম।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান: বাংলাদেশ এমন একটি যায়গায় অবস্থিত তা বেশিরভাগ উন্মুক্ত। অন্যদিকে পশ্চিমবঙ্গ ওড়িশা ও বাংলাদেশের একটা নিরাপদ বেস্টনিতে রয়েছে তারজন্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া বেশিরভাগ ঝড়ের ঝটকা পশ্চিমবঙ্গের তুলনায় ওড়িশা ও বাংলাদেশ খেয়েছে। এর কারণ হিসেবে ভৌগলিক অবস্থান।
বাংলাদেশের ঘূর্ণিঝড় ও ঐতিহাসিক রেকর্ড:
পরিসংখ্যান অনুযায়ী পোস্ট মনসুন ঘূর্ণিঝড় ও প্রিমনসুন ঘূর্ণিঝড়ের বেশিরভাগ বাংলাদেশে হিট করেছে। বিশেষত বাংলাদেশের জন্য ভয়াবহ মাস হলো এপ্রিল -মে ও অক্টোবর -নভেম্বর। ঘূর্ণিঝড় মোরা সিডার নার্গিস সিত্রাং ভোলা রোয়ানু সহ অজস্র ঘূর্ণিঝড়ের সঙ্গে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে আছে। বিশেষত বাংলাদেশের খুলনা থেকে চট্টগ্রামের মধ্যে বাংলাদেশ উপকূল হাই ঘূর্ণিঝড় আঘাতের অঞ্চলের মধ্যে পড়ছে। এবিষয়ে বাংলাদেশ সরকারকে আরও সতর্ক ও সজাগ থাকতে হবে। নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে ও তার বাস্তবায়ন জরুরি।
৬/১১/২০২২ (রাত)
No comments:
Post a Comment