শীতের দিক থেকে পুরুলিয়ার থেকে এগিয়ে কলকাতা। পুরুলিয়া ১৩.৫°সে, নিউটাউন১১.৮°সে। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, February 04, 2023

শীতের দিক থেকে পুরুলিয়ার থেকে এগিয়ে কলকাতা। পুরুলিয়া ১৩.৫°সে, নিউটাউন১১.৮°সে।

নিজস্ব সংবাদদাতা: শীতের আঁতুড়ঘর বলে পরিচিত পশ্চিমাঞ্চলের পুরুলিয়াকে শীতের দিক থেকে ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ হারিয়ে দিয়েছে কলকাতার রাজারহাট -নিউটাউন। কলকাতার রাজারহাট -নিউটাউনে শনিবার সকালে সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৮°সে। অন্যদিকে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫°সে। গত ২৪-৪৮ ঘন্টায় উত্তরে শীতল বাতাস বেশ বেগ পেয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এই শীতল উত্তরে বাতাসের প্রভাবে শীত বেড়েছে সমগ্র দক্ষিণবঙ্গে। ৪ঠা ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের কোথায় কতটা তাপমাত্রা নেমেছে দেখে নেওয়া যাক:
কল্যাণী (নদীয়া জেলা): ১০.৪°সেলসিয়াস।
হাবরা (উত্তর ২৪ পরগণা): ১১.৬°সেলসিয়াস।
বোলপুর (বীরভূম): ১১.৪°সেলসিয়াস
ক্যানিং (দ ২৪ পরগণা): ১১.৭°সেলসিয়াস
আমতা-মেলাইপাড়া (হাওড়া): ১৩.৪°সেলসিয়াস।
খড়্গপু্র (মেদিনীপুর): ১৩.০°সেলসিয়াস।
পুরুলিয়া (পুরুলিয়া): ১৩.৫°সেলসিয়াস।
নিউটাউন (কলকাতা): ১১.৮°সেলসিয়াস।
আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে মূলত রৌদ্রজ্জ্বল শুষ্ক পরিষ্কার আবহাওয়ার সঙ্গে ভালোই ঠাণ্ডা অনুভব হবে তবে বেলা বাড়ার সঙ্গে সূর্যের তেজ বাড়ার জন্য দিনের বেলায় মনোরম আবহাওয়া বা কিছুটা গরম অনুভব হতে পারে। বিশেষ করে সরাসরি সূর্যের নিচে ভালোই গরম অনুভব হবে বেলার দিকে। অন্যদিকে সূর্যাস্তের পর থেকে ঠাণ্ডা বাড়বে রাত ভোর ও সকালের দিকে শীতের তীব্রতা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের অভ্যন্তরীণ জেলাগুলোতে শীত তুলনামূলক বেশি এবং উপকূলে শীত তুলনামূলক কম অনুভব হবে। ৬ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে শীত অনুভূত হলেও উপকূলীয় এলাকায় শীত কমবে। বেলার দিকে রোদের তেজে গরম অনুভব হতে পারে। রাতের দিকে মনোরম শীতল আবহাওয়া বিরাজ করবে। অন্যদিকে ৯ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে ফের একদফা ভালো শীত পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে শীত বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হবে দক্ষিণবঙ্গে। শীতের বিদায় ও বসন্তের আগমনী ঘটবে দক্ষিণবঙ্গে।
৪ঠা ফেব্রুয়ারি ২০২৩.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......