কল্যাণী (নদীয়া জেলা): ১০.৪°সেলসিয়াস।
হাবরা (উত্তর ২৪ পরগণা): ১১.৬°সেলসিয়াস।
বোলপুর (বীরভূম): ১১.৪°সেলসিয়াস
ক্যানিং (দ ২৪ পরগণা): ১১.৭°সেলসিয়াস
আমতা-মেলাইপাড়া (হাওড়া): ১৩.৪°সেলসিয়াস।
খড়্গপু্র (মেদিনীপুর): ১৩.০°সেলসিয়াস।
পুরুলিয়া (পুরুলিয়া): ১৩.৫°সেলসিয়াস।
নিউটাউন (কলকাতা): ১১.৮°সেলসিয়াস।
আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে মূলত রৌদ্রজ্জ্বল শুষ্ক পরিষ্কার আবহাওয়ার সঙ্গে ভালোই ঠাণ্ডা অনুভব হবে তবে বেলা বাড়ার সঙ্গে সূর্যের তেজ বাড়ার জন্য দিনের বেলায় মনোরম আবহাওয়া বা কিছুটা গরম অনুভব হতে পারে। বিশেষ করে সরাসরি সূর্যের নিচে ভালোই গরম অনুভব হবে বেলার দিকে। অন্যদিকে সূর্যাস্তের পর থেকে ঠাণ্ডা বাড়বে রাত ভোর ও সকালের দিকে শীতের তীব্রতা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের অভ্যন্তরীণ জেলাগুলোতে শীত তুলনামূলক বেশি এবং উপকূলে শীত তুলনামূলক কম অনুভব হবে। ৬ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে শীত অনুভূত হলেও উপকূলীয় এলাকায় শীত কমবে। বেলার দিকে রোদের তেজে গরম অনুভব হতে পারে। রাতের দিকে মনোরম শীতল আবহাওয়া বিরাজ করবে। অন্যদিকে ৯ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে ফের একদফা ভালো শীত পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে শীত বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হবে দক্ষিণবঙ্গে। শীতের বিদায় ও বসন্তের আগমনী ঘটবে দক্ষিণবঙ্গে।
৪ঠা ফেব্রুয়ারি ২০২৩.
No comments:
Post a Comment