নিজস্ব সংবাদদাতা: ১লা মার্চ থেকে পরবর্তী ১সপ্তাহে ভয়াবহ গরমে পুড়তে চলেছে বাঁকুড়া জেলার বিভিন্ন অঞ্চল। ঝাড়খণ্ড, ওড়িশি ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকা থেকে শুষ্ক গরম বাতাস ঢোকার পাশাপাশি বাঁকুড়া সহ সমগ্র পশ্চিমাঞ্চল পরিণত হবে তাপপ্রবাহের হটস্পট এলাকায়। ঐ সমস্ত অঞ্চলে অস্বাভাবিক শুষ্ক গরম অনুভব হবে সাথে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ও দুপুরের দিকে বয়ে যাবে তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ৩৮ থেকে ৪২°সে এর আশেপাশে। মার্চের ১ তারিখ থেকে ৭ তারিখের ভিতর অস্বাভাবিক ধরণের গরম , দাবদাহ ও তাপপ্রবাহ বয়ে যাবে। স্থল বাতাসের আধিক্য থাকায় যে গরম অনুভব হবে তা মূলত শুষ্ক প্রকৃতির গরম অর্থাৎ তুলনায় ঘাম কম হবে কিন্তু যখন সরাসরি সূর্যের নীচে হাঁটবে তখন মনে হবে যেন গরম চুল্লির মধ্যে দিয়ে হাঁটছি। শরীরের ঘাম শুষে নেবে গরম, মুখের মধ্যে জিভা শুকিয়ে যাবে। মারাত্মক পরিস্থিতিতে সূর্যের নীচে বেশিক্ষণ থাকলে বা পরিশ্রমের কাজ করলে নাক দিয়ে রক্ত বেরনোর সম্ভাবনা রয়েছে যা হিটস্ট্রোকের অনুকূল পরিবেশ। অন্যদিকে সূর্যাস্তের পর থেকে শুষ্ক আবহাওয়া থাকায় দ্রুত তাপ বিকিরণ এর মধ্য রাতের দিকে মনোরম আবহাওয়া অনুভব হবে । দিনের বেলায় অসম্ভব গরম ও তাপপ্রবাহ অনুভব হবে। সরাসরি সূর্যের নীচে এই সময় বেশিক্ষণ না থাকাই ভালো। প্রচুর পরিমাণে ও আর এস মিশ্রিত জলপান করুন। ছাতা নিয়ে দিনের বেলায় চলাচল করুন। উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা ১ সপ্তাহে নেই বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে।
২৮ ফেব্রুয়ারি ২০২৩
No comments:
Post a Comment