মহেশতলায় সকালে ঘনিয়েছিল মেঘ । ভীষণ ঘর্মাক্ত গরমে ঘামে ভিজবে গেঞ্জি মহেশতলার। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, February 25, 2023

মহেশতলায় সকালে ঘনিয়েছিল মেঘ । ভীষণ ঘর্মাক্ত গরমে ঘামে ভিজবে গেঞ্জি মহেশতলার।

নিজস্ব সংবাদদাতা: সকালের দিকে সমুদ্র থেকে আসা মেঘ অন্ধকারে ঢেকে দিয়েছিল দক্ষিণ ২৪ পরগণা জেলার মহেশতলা অঞ্চলকে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে উঠা রোদ্দুর ও জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস ভীষণ অসস্তিকর গরম সৃষ্টি করতে চলেছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৩°সে এর আশেপাশে উঠলেও কাল হবে বাতাসে থাকা আদ্রর্তা। এই আদ্রতা বাড়িয়ে তুলবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাম। ঘামে ভিজে যাবে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা ও পার্শ্ববর্তী অঞ্চল। ক্যানিং, কাকদ্বীপ, ডায়মণ্ড হারবার, পূজালী, সাগর, বজবজ সহ সমগ্র দক্ষিণ ২৪ পরগণা আদ্রতা জনিত অসস্তিতে কাবু হবে। তাপমাত্রার বাস্তব অনুভূতিকে বাড়িয়ে তুলবে আদ্র সামুদ্রিক বাতাস। 
আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা ও পার্শ্ববর্তী অঞ্চলে সকালের দিকে কিছুটা মেঘাচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন হলেও তা থেকে কোনো বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করবে কারণ যে কুয়াশা বা মেঘ তৈরি হবে তা নিম্নস্তরের দ্রুতগামী বৃষ্টিহীন মেঘ। ঐ মেঘের ঘনত্ব এখন এত বেশি নয় যে ঐ মেঘ বৃষ্টি ঘটিয়ে দেবে। বরং ঐ কুয়াশা বা মেঘের আস্তরণ সরে গেলেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাটিয়ে অসস্তিকর ঘর্মাক্ত গরম পড়বে সমগ্র দক্ষিণ ২৪ পরগণা জুড়ে।
২৫ ফেব্রুয়ারি ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......