৭ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে তৈরি হতে পারে ঘন কুয়াশা আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায়। ঘনকুয়াশার কারণে দৃশ্যমানতা হ্রাস পাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। হাওড়া হুগলি কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে তৈরি হতে পারে ঘন কুয়াশা। বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ রাতের দিকে শীতের আমেজ অনেক কমে যাবে। উত্তরবঙ্গের মালদা দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হল। তুলনামূলক ভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে শীতের আমেজ বেশি থাকবে। উত্তরবঙ্গের সমতল অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৬°সে এর আশেপাশে। অন্যদিকে দক্ষিণবঙ্গে সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৮°সে এর আশেপাশে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায়। উপকূলীয় অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও ১৭ থেকে ২১°সে আশেপাশে উঠে যেতে পারে। অন্যদিকে রাত ভোর ও সকালের দিকে কুয়াশা বা ঘনকুয়াশার সম্ভাবনা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে সমগ্র দক্ষিণবঙ্গে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সূর্যের নীচে ভীষণ গরম অনুভব হবে বেলার দিকে। তেজ রোদ ও বেলার দিকে ভালো গরম অনুভব হবে। রাতের দিকে ঠাণ্ডার আমেজ তুলনামূলক বেশি থাকবে। অর্থাৎ রাতের দিকে মনোরম আবহাওয়া থাকবে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় সক্রিয় হয়ে ওঠার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দখিনা বাতাসের সঙ্গে দক্ষিণবঙ্গে। উষ্ণ ও আর্দ্র বাতাস ঘনীভূত হয়ে কুয়াশা ও ঘনকুয়াশার সম্ভাবনা তৈরি করছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। পাশাপাশি জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করার জন্য গরম ও অসস্তি অনুভব হবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩৫°সে এর আশেপাশে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩৫°সে এর আশেপাশে আগামী ৭২ ঘন্টায়।
No comments:
Post a Comment