কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে স্বাভাবিকের চেয়ে ৫°সে।দাবদাহ, তীব্র গরম ও অসস্তির ভ্রূকুটি। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, February 18, 2023

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে স্বাভাবিকের চেয়ে ৫°সে।দাবদাহ, তীব্র গরম ও অসস্তির ভ্রূকুটি।

নিজস্ব সংবাদদাতা: আগামী ৫ দিনের ভিতর সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে চলেছে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫°সে পর্যন্ত। ফেব্রুয়ারি মাসে কলকাতার গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে ২৯°সে সেখানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩২°সে থেকে ৩৪°সে পর্যন্ত। অর্থাৎ ২৯°সে তাপমাত্রা স্বাভাবিক। সেখানে ২৯°সে+৩°সে= ৩২°সে থেকে ২৯°সে+৫°সে=৩৪°সে পর্যন্ত বৃদ্ধি পাবে। অসম্ভব গরম ও অসস্তি অনুভব হবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। তার সঙ্গে সামুদ্রিক আদ্র বাতাস প্রবেশ করে বাড়িয়ে তুলবে অসস্তি। এই সময় বিহার ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে উত্তর পশ্চিমা বাতাস প্রবেশ করলে তুলনামূলক ভাবে ঠাণ্ডা বাতাস হয়ে থাকে। তারজন্য কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গরম বাড়লেও ধীরে ধীরে বাড়ে। কিন্তু আসন্ন দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে যে বাতাস প্রবেশ করবে তার অভিমুখ থাকবে পশ্চিম দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিক থেকে অর্থাৎ দক্ষিণ ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় থেকে বাতাস প্রবেশ করবে। অলরেডি ওই সমস্ত অঞ্চলে সূর্যের তেজ প্রখর থেকে প্রখরতর হয়েছে সেই সঙ্গে রীতিমতো গরম অনুভব হচ্ছে। ওড়িশার কোথাও কোথাও ভীষণ গরম এমনকি তাপপ্রবাহ অনুভব হবে আগামী দিনে। ওড়িশা ছত্তিশগড় থেকে ঢোকা বাতাস ছোটনাগপুর মালভূমি ও তৎসংলগ্ন এলাকাকে আরো গরম করে তুলবে। সাথে সাথে দক্ষিণবঙ্গের উপরেও ভীষণ গরম ও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি করে ফেলবে ফেব্রুয়ারি মাসেই। ২০২৩ সালে শীতের শেষ দিকে উল্লেখযোগ্য ভাবে তাপমাত্রা ওড়িশা ঝাড়খণ্ড ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় হ্রাস পায়নি যেটা বিগত বছরগুলোতে উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছিল। শীতের বিস্তৃতি বেশি ছিল। ২০২৩ সালে ফেব্রুয়ারির প্রথম থেকেই সূর্যের তেজ চড়া হয়েছে এমনকি জানুয়ারি মাসের শেষে একদফা গরমের স্পেল শুরু হয়েছিল দক্ষিণবঙ্গে। সামগ্রিক ভাবে ২০২৩ সালে শীতের শেষ দিকে দুর্বল শীত অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা ছত্তিশগড় ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। তারজন্য ওই সমস্ত অঞ্চলে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হচ্ছে। আসন্ন দিনে আরো উত্তপ্ত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান। সাথে নিউট্রাল এনসো ও পজিটিভের দিকে ঝুঁকতে থাকা আই ও ডি আরো চড়া রোদ, গরম ও দাবদাহ সহ অসস্তি তৈরি করবে দক্ষিণবঙ্গে। গুজরাট ফেব্রুয়ারি মাসেই ৪০°সে ছুঁয়ে ফেলেছে যা ৭১ বছরের মধ্যে উষ্ণতম অবস্থা। ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৩ এই পাঁচদিনের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৩২ থেকে ৩৪°সে এর আশেপাশে। সাথে চড়া সূর্যালোক চাদিফাটা রোদ সহ দাবদাহ গরম ও অসস্তি অনুভব হবে। হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম ও তৎসংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩৩ থেকে ৩৭°সে এর আশেপাশে। রীতিমতো গরম ও অসস্তি শুরু হতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গে আসন্ন ৫ দিনে। পশ্চিমা বাতাসের পাশাপাশি সামুদ্রিক বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় চরম অসস্তি অনুভব হবে।
১৮ ফেব্রুয়ারি ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......