আরামবাগ নাম হলেও তীব্র গরম ও অস্বস্তিতে পুড়তে চলেছে হুগলির আরামবাগ। হবে দাবদাহ। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, February 20, 2023

আরামবাগ নাম হলেও তীব্র গরম ও অস্বস্তিতে পুড়তে চলেছে হুগলির আরামবাগ। হবে দাবদাহ।

নিজস্ব সংবাদদাতা: নামে আরাম থাকলেও আগামী ৫ দিনে ভীষণ দাবদাহ, গরম ও অস্বস্তিতে রীতিমতো জ্বলবে হুগলি জেলার আরামবাগ। সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৩৪-৩৬°সে এর আশেপাশে যা স্বাভাবিকের চেয়ে ৩-৫°সে বেশি। হুগলি জেলার পূর্বাঞ্চলে গরম ও দাবদাহ তুলনামূলক কম অনুভব হলেও পশ্চিমাঞ্চলে ভীষণ গরম ও অসস্তি অনুভব হবে। নেমে আসবে আদ্র সামুদ্রিক বাতাসের পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর থেকে শুষ্ক গরম পশ্চিমা বাতাস। হুগলি জেলার চুঁচুড়া চন্দননগর ব্যাণ্ডেল মগরা -বাগাটি অর্থাৎ পূর্বাঞ্চলে আদ্র সামুদ্রিক বাতাসের প্রভাব বেশি থাকবে তারজন্য দাবদাহ অস্বস্তিকর গরমের সাথে ঘামে ভিজবে হুগলি জেলার পূর্বাঞ্চল। অন্যদিকে মেদিনীপুর ও বাঁকুড়া লাগোয়া আরামবাগ ও তৎসংলগ্ন এলাকা জুড়ে দাবদাহ ও কষ্টকর গরম অনুভব হবে। হুগলি জেলার কোথাও কোথাও জোরে দখিনা বাতাসের প্রবাহ দেখা যেতে পারে বিশেষত হুগলি জেলার পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে। সমগ্র হুগলি জেলাজুড়ে সর্বোচ্চ তাপমাত্রার গড় থাকবে ৩৩°সে থেকে ৩৪°সে এর আশেপাশে আগামী ৫ দিনে। আগামী ৫ দিনে হুগলি জেলাজুড়ে রৌদ্রজ্জ্বল বা ঝাপসা থেকে রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলার দিকে রোদের তেজ অসস্তি ও গরম অনুভব হবে। সকালের দিকে কুয়াশা বা নিম্নস্তরের বৃষ্টিহীন মেঘ দেখা যেতে পারে। সামগ্রিক ভাবে রৌদ্রজ্জ্বল বা আংশিক মেঘলা বা ঝাপসা আবহাওয়া দেখা যেতে পারে। বেশিরভাগ সময় রৌদ্রজ্জ্বল বা ঝাপসা শুষ্ক বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে বাড়বে গরম। সকাল ও রাতের দিকে গরমের দাপট তুলনামূলক কম অনুভব হবে তবে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করার জন্য আদ্রতা জনিত অসস্তি অনুভব হবে। প্রদত্ত পূর্বাভাস ২০ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত কার্যকর হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে হুগলি জেলায় ৩৩ থেকে ৩৬°সে এর আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২৩°সে এর আশেপাশে।
২০ ফেব্রুয়ারি ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......