১৫ মার্চ ২০২৩
নিজস্ব সংবাদদাতা: অবশেষে কালবৈশাখী ঝড়ের পটভূমি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। ১৫ মার্চ ২০২৩ দুপুরের পর প্রবল বেগে বয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি। বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠেছে উচ্চচাপ বলয়। উচ্চচাপ বলয়ে ভর করে প্রবেশ করছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে। এর পাশাপাশি পূর্ব মধ্য ভারতে তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। নিম্নচাপ অক্ষরেখা ও সামুদ্রিক উচ্চচাপ বলয়ের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ১৫ মার্চ ২০২৩ দুপুরের পর থেকে। পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ হাওড়া হুগলি কলকাতা উত্তর ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে যার সর্বোচ্চ বাতাসের ঝাপটা ১০০ কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত থাকবে তাই বজ্রপাতের বিশেষ সতর্কতা নিয়ে রাখা জরুরি। শুধু আজ নয় আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
No comments:
Post a Comment