১৪ মার্চ ২০২৩
নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় ফের সক্রিয় হয়ে ওঠার জন্য দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা জুড়ে বয়ে যাচ্ছে সামুদ্রিক দখিনা বাতাস। যেহেতু সামুদ্রিক দখিনা বাতাস প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকিয়ে চলছে যার জন্য বাড়ছে ঘর্মাক্ত অসস্তিকর গরম। অন্যদিকে খোলা স্থানে দমকা হাওয়ায় কোথাও কোথাও কিছুটা আরাম লাগলেও মহেশতলা জুড়ে বাড়ছে ঘর্মাক্ত অসস্তি। ঘামে ভিজছে গেঞ্জি। ১৪ মার্চ ২০২৩ দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। আগামী ৭২ ঘন্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা পেয়ে যেতে পারে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। ১৫ মার্চ থেকে ২০ মার্চ ২০২৩ এর মধ্যে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত গরম বিরাজ করবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আগামী ৭২ ঘন্টায় ৩২ থেকে ৩৪°সে এর আশপাশে। কোনো কোনো সময় ঘন্টায় ৩০-৪৫ কিলোমিটার বেগে দমকা সামুদ্রিক দখিনা বাতাস বয়ে যেতে পারে । আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে কোনো কোনো সময় মেঘাছন্ন। বিকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মহারাষ্ট্র থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। যার বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে জন্মু ও কাশ্মীরের দিকে। এই পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখা সামুদ্রিক উচ্চচাপ বলয়কে সক্রিয় করে তুলেছে আগামী ৭২ ঘন্টায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশতলা সহ দক্ষিণ ২৪ পরগণায়।
Nice content sir.
ReplyDeleteWest Bengal View