২ মার্চ ২০২৩
নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই প্রখর রোদ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ক্রমশ গরমের দাপট। তেজ রোদের নীচে জ্বলে পুড়ে যাবে হাওড়া জেলার বিভিন্ন স্থান। হাওড়া জেলার পশ্চিমাঞ্চল ও উত্তরাংশে অবস্থিত এলকা সমূহ শুষ্ক বৃষ্টিহীন আবহাওয়ার সঙ্গে সঙ্গে প্রখর থেকে প্রখরতর রোদের তাপ অনুভব করবে বয়ে যাবে তাপপ্রবাহ। অন্যদিকে উলুবেড়িয়া শ্যামপুর সাঁকরাইল হাওড়া শহর প্রভৃতি অঞ্চলে পশ্চিমাঞ্চলের তুলনায় আদ্রতা কিছুটা বেশি অনুভব হবে। হাওড়া জেলার আমতা উদয়নারায়ণপুর জগৎবল্লভপুর বাগনান পাচলা আন্দুল ডোমজুড় এই সমস্ত অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে ৩৫ থেকে ৩৭°সে এর আশেপাশে। অন্যদিকে উলুবেড়িয়া শ্যামপুর দক্ষিণ বাগনান হাওড়া শহর এই সমস্ত অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে ৩৪ থেকে ৩৬°সে এর আশেপাশে। হাওড়া জেলার গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫-৩৬°সে এর আশেপাশে। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৩৭-৩৮°সে আশেপাশে বিছিন্ন ভাবে। হাওড়া জেলার বেশিরভাগ অঞ্চলে শুষ্ক দাবদাহ ভীষণ গরম অনুভব হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ প্রখর হবে সূর্যের নীচে বেশিক্ষণ থাকলে হিটস্ট্রোক হবার প্রবণতা বাড়বে। বেশিক্ষণ সূর্যের নীচে থাকলে নাকমুখ দিয়ে রক্ত বেরোনোর সম্ভাবনা রয়েছে। পরিমণ্ডলের অতিরিক্ত গরম শরীরের জল টেনে নেবে তাই পর্যাপ্ত পরিমাণে জলপান, ও আর এস মিশ্রিত জলপান করা জরুরী। অতিরিক্ত গরমে তেজ রোদে মাথা ঘুরিয়ে দিতে পারে। তবে পরিমণ্ডলে শুষ্কতা বেশি থাকার জন্য দিন ও রাতের তাপমাত্রার প্রসর বেশি থাকবে যারজন্য মধ্যরাত ও ভোরের দিকে কিছুটা মনোরম অনুভূতি পাওয়া যেতে পারে।
No comments:
Post a Comment