মহেশতলায় ঘনিয়ে আসবে দাবদাহ ও ভয়াবহ গরম।চড়া রোদের নীচে বেশিক্ষণ থাকলেই স্ট্রোক। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, March 03, 2023

মহেশতলায় ঘনিয়ে আসবে দাবদাহ ও ভয়াবহ গরম।চড়া রোদের নীচে বেশিক্ষণ থাকলেই স্ট্রোক।

নিজস্ব সংবাদদাতা: হাওড়া জেলা হয়ে ঢুকছে শুষ্ক পশ্চিমা বাতাস আর সেই পশ্চিমা বাতাসের হাত ধরে মহেশতলায় আগামী ৩ দিনে দাবদাহ ও ভয়াবহ গরমের সতর্কতা। সকালের দিকে গরম সেরকম মনে না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে বাড়বে গরম। রোদ হবে প্রখরতর। রোদের নীচে বেলা থেকে দুপুরের মধ্যে বেশিক্ষণ থাকলেই হিটস্ট্রোক হবার প্রবণতা থাকবে। প্রচণ্ড গরম ও দাবদাহ সদৃশ আবহাওয়া বয়ে যাবে বেলা ও দুপুরের দিকে। মহেশতলা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে ৩৪-৩৬°সে এর আশেপাশে। গরমে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে মহেশতলার বিস্তীর্ণ অঞ্চল। বেশিরভাগ সময় গরম থাকবে শুষ্ক প্রকৃতির আগামী ৩ দিনে। সমগ্র মহেশতলা ও পার্শ্ববর্তী অঞ্চলের অধিবাসীদের জানানো হচ্ছে তারা যেন পর্যাপ্ত পরিমাণে জলপান করে। রোদের নীচে অবশ্যই ছাতা ব্যবহার করে। চোখে সানগ্লাস ব্যবহার করে এবং ডাব ও ওআর এস এর জল পান করে। তীব্র রোদে মাথা ঘুরিয়ে দিতে পারে তাই এরকম পরিস্থিতিতে অবশ্যই ছাওয়াতে আশ্রয় নিন।
৩ মার্চ ২০২৩.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......