কুলপির পশ্চিমে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবৃষ্টি দ ২৪ পরগণা জেলায়। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, March 20, 2023

কুলপির পশ্চিমে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবৃষ্টি দ ২৪ পরগণা জেলায়।

নিজস্ব সংবাদদাতা: জয়নগর মজিলপুর, ডায়মণ্ড হারবার, কুলপি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাসবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে। পূর্ব মেদিনীপুরের উপর তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘকোষ যা ক্রমশ এগিয়ে আসছে দক্ষিণ ২৪ পরগণার দিকে। আগামী ৬ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হতে পারে দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ অংশে। নামখানা, গোসাবা, সাগরদ্বীপ, কাকদ্বীপ, সোনারপুর, ক্যানিং, কুলপি, ডায়মণ্ড হারবার সহ বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল বেলায় দক্ষিণবঙ্গের বেশ কিছু যায়গায় রোদ উঠলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘে ঢেকে যাবে দক্ষিণ ২৪ পরগণার আকাশ। সাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস ও সম্মিলন অঞ্চলের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২০ মার্চ ২০২৩ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া মেদিনীপুর ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু যায়গায়। ২৪ পরগণা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে প্রধানত মেঘলা বা মেঘাছন্ন। মেঘ ও বৃষ্টির কারণে দিনের বেশিরভাগ সময় আরামদায়ক আবহাওয়া বিরাজ করবে। সর্বোচ্চ তাপমাত্রার বড়ো ধরনের হেরফের হবে না। তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করার জন্য স্যাতস্যাতে আবহাওয়া ও আদ্রতা জনিত অসস্তি অনুভব হতে পারে।
২০ মার্চ ২০২৩.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......