২২ মার্চ ২০২৩
নিজস্ব সংবাদদাতা: অনেকদিন পর "মহেশতলা জুড়ে রোদের মরশুম"। সকাল থেকেই চড়া রোদ উঠেছে সমগ্র দক্ষিণ ২৪ পরগণা জুড়ে। মেঘলা আকাশ কাটিয়ে পরিষ্কার নীলাকাশ ও চকচকে ঝলমলে রোদ দৃশ্যমান হচ্ছে কুলপি সাগরদ্বীপ কাকদ্বীপ সোনারপুর ডায়মণ্ড হারবার মহেশতলা সহ সমগ্র দক্ষিণ ২৪ পরগণা জুড়ে। ২১ মার্চ ২০২৩ দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজেছিল মহেশতলা সহ দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চল। তারপর রাতের দিকে পরিষ্কার হয়ে গিয়েছিল আকাশ। আর বৃষ্টি হয়নি তারপর থেকে ্ । ২২ মার্চ ২০২৩ সকালে পরিষ্কার নীলাকাশ ও রোদের উপস্থিতি দেখতে থাকে মহেশতলাবাসী সকালে ঘুম থেকে উঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো চড়া হতে থাকায় পাল্লা দিয়ে বাড়তে থাকে ঘর্মাক্ত গরম ও অসস্তি। তবে পরিমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করার জন্য ২২ মার্চ ২০২৩ দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশতলা সহ সমগ্র দক্ষিণ ২৪ পরগণা জুড়ে ্। ২৩ মার্চ থেকে ২৫ মার্চ ২০২৩ পর্যন্ত হয়তো সাময়িক বিরতি নিতে পারে ঝড়বৃষ্টি তবে ২৬ মার্চ ২০২৩ থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। ২৩ থেকে ২৫ মার্চ বিস্তৃত ভাবে না হলেও বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে আগামী ৭২ ঘন্টায় ও তার সঙ্গে রোদযুক্ত সময় বাড়বে।
No comments:
Post a Comment