৩০ মার্চ ২০২৩
নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে তীব্র অসস্তিকর ঘর্মাক্ত গরম। সাথে রয়েছে তীব্র রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে বেরোলেই বোঝা যাচ্ছে গরমের দাপট ঠিক কতটা। আদ্র ও অসস্তিকর ভীষণ ঘর্মাক্ত অসস্তিকর গরমে ভেপে যাচ্ছে দক্ষিণবঙ্গ সাথে অসস্তিসূচক বেড়ে গিয়েছে লাগামছাড়া। সামুদ্রিক উচ্চচাপ বলয় সক্রিয় হয়ে ওঠার জন্য প্রচুর পরিমাণে ঢুকছে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস দক্ষিণবঙ্গে। তার সাথে উত্তর পশ্চিম ভারতে তৈরি হয়েছে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। দক্ষিণবঙ্গ থেকে ঝাড়খণ্ড ওড়িশা হয়ে দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছে বায়ুর সম্মিলন অঞ্চল বা উইণ্ড ডিসকন্টিনিউটি অঞ্চল। যারজন্য দক্ষিণবঙ্গ জুড়ে তৈরি হয়েছে বায়ুর চাপের তারতম্য। বায়ুর চাপের তারতম্যের কারণে ও সম্মিলন অঞ্চল গড়ে ওঠায় দুপুরের পর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে। কোথাও কোথাও বয়ে যাবে কালবৈশাখী ঝড়। সাথে থাকবে শিলাবৃষ্টি। মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা বর্ধমান নদীয়া ২৪ পরগণা জেলায় জোর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ৩০ শে মার্চ ২০২৩. আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে অগ্রসর হবার কারণে আরো বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে।
No comments:
Post a Comment