১ এপ্রিল ২০২৩
নিজস্ব সংবাদদাতা: গত ৭২ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টিতে ভিজেছে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা, ক্যানিং, ডায়মণ্ড হারবার সহ বিস্তীর্ণ অঞ্চল। সমগ্র দক্ষিণ ২৪ পরগণা জুড়ে পশ্চিমী ঝঞ্ঝা ও ঝঞ্ঝার প্রভাবে গড়ে ওঠা নিম্নচাপ অক্ষরেখার দরুন ঝড়বৃষ্টিতে ভিজেছে। কিন্তু ৪৮ ঘন্টার মধ্যে পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্ব দিকে সরে যাওয়ার দরুন ঝড়বৃষ্টি কমে যাবে মহেশতলা বজবজ সহ দক্ষিণ ২৪ পরগণায়। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকে ঢুকবে শুষ্ক গরম উত্তর পশ্চিমা বাতাস অন্যদিকে সামুদ্রিক উচ্চচাপ বলয়ের প্রভাবে উপকূলীয় এলাকায় কখনো বয়ে যাবে সামুদ্রিক আদ্র বাতাস। যারজন্য ৩রা এপ্রিল ২০২৩ থেকে পরবর্তী ১ সপ্তাহে দাবদাহ সহ ভীষণ গরমের সতর্কতা দেওয়া হলো। মহেশতলার সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে ৩৬-৩৮°সে এর আশপাশে। দিনের বেলায় কখনো শুষ্ক বাতাসের জন্য দাবদাহ সহ চাঁদি ফাটা রোদ ও গরম অনুভব হবে। বয়ে যাবে তাপপ্রবাহ আবার কখনো সামুদ্রিক বাতাসের প্রভাবে ঘর্মাক্ত অসস্তিকর গরম অনুভব হবে। ভীষণ গরম ও অসস্তি আসতে থাকায় মহেশতলা জুড়ে নতুন বিপদের সুত্রপাত হতে চলেছে।
No comments:
Post a Comment