আর বৃষ্টি নেই। ভয়াবহ দাবদাহ ও তাপপ্রবাহ আসছে। দিনের তাপমাত্রা উঠবে ৩৬-৪৬°সে। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, April 02, 2023

আর বৃষ্টি নেই। ভয়াবহ দাবদাহ ও তাপপ্রবাহ আসছে। দিনের তাপমাত্রা উঠবে ৩৬-৪৬°সে।

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমী ঝঞ্ঝা সিস্টেম পূর্ব দিকে সরে যাওয়ার জন্য ২ এপ্রিল ২০২৩ থেকে কমবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পরিমাণ। আগামী ৭২ ঘন্টার মধ্যে বাড়বে শুষ্ক উত্তর পশ্চিমা ভীষণ উষ্ণ বাতাস। যার প্রভাবে সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় হুড়মুড়িয়ে অনেক বেড়ে যাবে। ২রা এপ্রিল ২০২৩ দিনের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে থাকবে ৩৪ থেকে ৩৭°সে এর আশপাশে সেই তাপমাত্রা আগামী ৭২ ঘন্টায় চলে যাবে ৩৬ থেকে ৪০°সে এর আশপাশে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আরো তাপমাত্রা বেড়ে চলে যাবে ৩৮ থেকে ৪২°সে এর আশপাশে। কোথাও কোথাও এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা চলে যেতে পারে ৪০ থেকে ৪৫°সে এর আশপাশে। ক্রমান্বয়ে বয়ে যাবে শুষ্ক উত্তর পশ্চিমা বাতাস আর সেই পশ্চিমা বাতাস তৈরি করবে ভয়াবহ দাবদাহ সহ গরম। বয়ে যাবে দাবদাহ মৃদু থেকে মাঝারি ও পরে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ তৈরি হবে দক্ষিণবঙ্গে। মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে বয়ে যাবে তাপপ্রবাহ। আকাশ থাকবে প্রধানত রৌদ্রজ্জ্বল শুষ্ক আবহাওয়া। মূলত রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। কোথায় কতটা প্রভাব পড়বে বা সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে আপাতত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলতে থাকা তাপপ্রবাহের দেখে নেওয়া যাক: 
মেদিনীপুর (৪০-৪৫°সে)
ঝাড়গ্রাম (৪১-৪৬°সে)
বাঁকুড়া (৪১-৪৬°সে)
পুরুলিয়া (৪০-৪৫°সে)
পশ্চিম বর্ধমান (৪০-৪৫°সে)
পূর্ব বর্ধমান (৩৮-৪২°সে)
হুগলি (৩৯-৪৩°সে)
বীরভূম (৪০-৪৫°সে)
হাওড়া (৩৯-৪৩°সে)
কলকাতা (৩৭-৪১°সে)
দ ২৪ পরগণা (৩৬-৪০°সে)
উ ২৪ পরগণা (৩৮-৪২°সে)
নদীয়া (৩৮-৪২°সে)
মুর্শিদাবাদ (৩৯-৪৩°সে)
আপাতত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত উল্লেখযোগ্য ঝড়বৃষ্টির সম্ভাবনা কোথাও পাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গে যারজন্য শোচনীয় পরিস্থিতি আসতে চলেছে দক্ষিণবঙ্গে।
২ এপ্রিল ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......