রাজস্থানের জয়পুর ৩৭°সে এদিকে আরামবাগ ৪২°সে। আরামবাগ যেন এখন হয়েছে মরুভূমি। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, April 13, 2023

রাজস্থানের জয়পুর ৩৭°সে এদিকে আরামবাগ ৪২°সে। আরামবাগ যেন এখন হয়েছে মরুভূমি।

নিজস্ব সংবাদদাতা: জয়শলমের ৩৯°সে, জয়পুর ৩৭°সে। এগুলো হলো রাজস্থানের গুরুত্বপূর্ণ দুটো শহরের সর্বোচ্চ তাপমাত্রা ১৩ এপ্রিল ২০২৩. অন্যদিকে হুগলির আরামবাগে এখন চলছে ৪২°সে এর গরম। গরমের দিক থেকে প্রথম থাকা যে রাজ্য রাজস্থান তাকে হারিয়ে দিল হুগলি জেলার আরামবাগ। নামে আরাম থাকলেও মোটামুটি আরামবাগ শহরে যারা দুপুরের দিকে আজ বাইরে বেরিয়েছে মোটামুটি বুঝে গেছে লু কি জিনিষ। এটাতো শুধু ট্রেলার থেকে পিকচারের প্রথম একদিন বাকি আছে আরো সাতদিন আরো বাড়বে তাপমাত্রা আরও বয়ে যাবে তাপপ্রবাহ হুগলি জেলার আরামবাগে। মোটামুটি ভাবে আগামী ৭ দিনের ভিতর ৪৫°সে + সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে হুগলি জেলার আরামবাগ ও তৎসংলগ্ন এলাকায়। আগামী দিনে আরো ভয়াবহ আকার ধারণ করবে গরম। উচ্চচাপ বলয় নিষ্ক্রিয় হয়ে গিয়ে পশ্চিমা বাতাস সক্রিয় হয়ে উঠেছে তাই দাবদাহ ও তাপপ্রবাহ আরো বাড়বে। ঘাম কম হবে কিন্তু দুপুরের দিকে ভয়াবহ দাবদাহ ও লু এর কবলে পড়ে মানুষের শরীর খারাপ এমনকি মৃত্যুর সম্ভাবনা রয়েছে।
১৩ এপ্রিল ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......