৩ এপ্রিল ২০২৩
নিজস্ব সংবাদদাতা: আর বৃষ্টি নেই। সকাল থেকেই চড়া রোদের কবলে পড়েছে সমগ্র বাঁকুড়া জেলা। কোতুলপুর, ইন্দাস, খাতড়া, বাঁকুড়া শহর বিষ্ণুপুর সহ সমগ্র বাঁকুড়া জেলায় দেখা যাচ্ছে এক ভয়াবহ প্রখর রোদ সাথে ঘন নীলাকাশ যা দাবদাহের অশনিসঙ্কেত বয়ে নিয়ে আসছে। রোদের নীচে দাঁড়ালে মনে হচ্ছে যেন মাথা ঘুরিয়ে মাটিতে ফেলে দেবে সেই সঙ্গে বেড়েছে পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসের পরিমাণ। আগামী ৭২ ঘন্টায় বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে ৩৮ থেকে ৪২°সে এর আশপাশে। এবং পরবর্তীতে আরও বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাঁকুড়া জেলার যায়গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ৪০ থেকে ৪৫°সে এর আশপাশে। ভয়াবহ দাবদাহ আসতে চলেছে আগামী দশদিনে জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে বাঁকুড়া জেলা। নেই কোনো ঝড়বৃষ্টির সম্ভাবনা। ৩ এপ্রিল বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ৩৬ থেকে ৩৮°সে এর আশপাশে এবং পরবর্তীতে ক্রমশ বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টিবলয় সরে যাওয়ার পর বাড়ছে শুষ্ক উত্তর পশ্চিমা বাতাসের দাপট বাঁকুড়া জেলায় যা ঢুকছে ঝাড়খণ্ড পুরুলিয়া হয়ে। একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকলেও তার প্রভাব উত্তর পশ্চিম ভারতের কয়েকটি স্থানেই সীমাবদ্ধ থাকবে। এবং ৪ এপ্রিল ২০২৩ এর পর আর উল্লেখযোগ্য পশ্চিমী ঝঞ্ঝা আসছে না বরং তৈরি হচ্ছে ভারতের উপর উচ্চচাপ বলয় যা পরবর্তীতে আরো সক্রিয় হয়ে ভয়াবহ গরম তৈরি করবে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ওড়িশা ছত্তিশগড় ও মধ্যভারতে। আগামী দশদিন পর্যন্ত আপাতত বিস্তৃত হবার সম্ভাবনা রয়েছে ভয়াবহ দাবদাহের। এই সময়সীমার হ্রাস বৃদ্ধি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ১০ দিনে বাঁকুড়া জেলার বিভিন্ন স্থানে। এক শোচনীয় পরিস্থিতি আসছে বাঁকুড়া জেলায়।
No comments:
Post a Comment