কলকাতার উপর দিয়ে যাচ্ছে ঝড়বৃষ্টির জ্বালানি। সব জ্বালানি টেনে নিচ্ছে বাংলাদেশ ও উ.পূ.ভারত। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, April 20, 2023

কলকাতার উপর দিয়ে যাচ্ছে ঝড়বৃষ্টির জ্বালানি। সব জ্বালানি টেনে নিচ্ছে বাংলাদেশ ও উ.পূ.ভারত।

নিজস্ব সংবাদদাতা: আসাম মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতে প্রতিদিন কমবেশি বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি পাচ্ছে তার সঙ্গে ঝড়বৃষ্টি শুরু হয়েছে বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্ব বিভাগগুলোতে। আসন্ন দিনগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি আরো প্রসারিত হবে বাংলাদেশ, উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতে। এখন প্রশ্ন এই বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে যে ঝড়বৃষ্টি হতে চলেছে বা হচ্ছে তার জ্বালানি জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস যাচ্ছে কোথা দিয়ে? প্রতিদিন বিকেলের পর দেখা যাচ্ছে কলকাতা হাওড়া উত্তর ২৪ পরগণা দক্ষিণ ২৪ পরগণার উপর দিয়ে যে সামুদ্রিক দখিনা বাতাস প্রবাহিত হচ্ছে তার অভিমুখ থাকছে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে অর্থাৎ সমস্ত জলীয় বাষ্প চলে যাচ্ছে বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের দিকে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সাময়িক সেই দখিনা বাতাস উন্মুক্ত স্থানে কিছুটা আরাম দিচ্ছে ও রাতের দিকে মেঘ ঢোকাচ্ছে ঠিকই কিন্তু সেই জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস পরিমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকিয়ে দিচ্ছে যা ভ্যাপসা গরম বাড়িয়ে তুলছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। এখন প্রশ্ন হলো ঝড়বৃষ্টি কবে হবে? দাবদাহ থেকে মুক্তি কবে মিলবে? আগামী ২১ থেকে ২৮ এপ্রিল ২০২৩ এর মধ্যে উত্তর পূর্ব ভারতে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঝড়বৃষ্টি অঞ্চলের পরিসর বাড়ায় বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা রাজশাহী খুলনা চট্টগ্রাম বিভাগ জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন দেখতে হবে নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত আগামী দিনে কোথায় তৈরি হবে? আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করবে সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা বিস্তৃত হবে যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বাংলাদেশ ঘেঁষে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করবে তাই আগামী ৪৮-৭২ ঘন্টায় বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। সাথে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ২৩ এপ্রিল থেকে পূর্ব মধ্য ভারতের উপর নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবার জন্য ২৩ থেকে ২৮ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই সময়ে জোরালো কালবৈশাখী হতেও পারে দক্ষিণবঙ্গে। তবে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকলেও আদ্র ও অসস্তিকর ভ্যাপসা গরম অনুভব হবে দক্ষিণবঙ্গে। রাতের দিকে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি আর দিনের বেলায় ভ্যাপসা গরম অনুভব হবে। যেহেতু বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি সবজায়গায় সমান ভাবে হবেনা তাই কোথাও কোথাও তীব্র ঘর্মাক্ত অসস্তিকর ভ্যাপসা গরম অনুভব হবে। 
২০ এপ্রিল ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......