২৩ এপ্রিল ২০২৩
নিজস্ব সংবাদদাতা: ২৩ থেকে ২৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার অভাবে এতদিন তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছিল দক্ষিণবঙ্গ। শুষ্ক উত্তর পশ্চিমা বাতাস যায়গা করে নিয়েছিল আদ্র সামুদ্রিক বাতাসের যায়গায়। বর্তমানে পূর্ব মধ্য ভারতের উপর সম্মিলন অঞ্চল তৈরির কারণে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে অগ্রসর হবার জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘন্টায়। বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান বীরভূম জেলায় বিকাল থেকে রাতের মধ্যে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা দেওয়া হলো কোথাও কোথাও ঘন্টায় ৬৫ থেকে ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও বাতাসের গতি ঘণ্টায় ৯৫ থেকে ১০৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হুগলি হাওড়া মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান জেলায় বিক্ষিপ্ত ভাবে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ৬০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে কোথাও কোথাও বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে ঘন্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বাতাসের গতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি পেতে পারে। কোথাও কোথাও ঝড়ের গতির তারতম্য হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার দিনাজপুর আলিপুরদুয়ার মালদা দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে। কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৬০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিন শক্তিশালী কালবৈশাখী ঝড় না হবার জন্য সমগ্র দক্ষিণবঙ্গে বায়ুর চাপ কম রয়েছে। বাতাসে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এর পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ পাচ্ছে যারজন্য ঝড়বৃষ্টির বেশিরভাগ বিধ্বংসী প্রকৃতির হবার সম্ভাবনা রয়েছে। শুধু কালবৈশাখী ঝড় নয় সমগ্র দক্ষিণবঙ্গে তীব্র বজ্রপাতের সতর্কতা দেওয়া হলো। বজ্রপাত প্রবল হবে। বৃষ্টির প্রকৃতি থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি যেসমস্ত অঞ্চলে শক্তিশালী বজ্রগর্ভ মেঘসঞ্চার হবে বা শক্তিশালী বজ্রগর্ভ মেঘ অবস্থান করবে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন পর কালবৈশাখী ঝড় হতে চলেছে তাই বিধ্বংসী প্রকৃতির ঝড়বৃষ্টি হবে। বজ্রগর্ভ মেঘসঞ্চার হয়েছে দেখলে নিরাপদ আশ্রয়ে চলে যান। জল ও বিদ্যুৎ থেকে দূরে থাকুন।
আজ রবিবার হচ্ছে না বজ্রগর্ভ মেঘ সৃষ্টি দক্ষিণবঙ্গে
ReplyDelete