হাওড়ায় সিভিয়ার হিট ওয়েভ অ্যালার্ট। তাপমাত্রা উঠবে আমতা-উদয়নারায়নপুরে ৪২ থেকে ৪৭°সে। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, April 06, 2023

হাওড়ায় সিভিয়ার হিট ওয়েভ অ্যালার্ট। তাপমাত্রা উঠবে আমতা-উদয়নারায়নপুরে ৪২ থেকে ৪৭°সে।

নিজস্ব সংবাদদাতা: সমগ্র হাওড়া জুড়ে চরচর করে বাড়ছে সূর্যের তেজ ও সর্বোচ্চ তাপমাত্রা। আগামী ৩-৪ দিনের মধ্যেই হাওড়া জেলার উত্তর পশ্চিম ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০°সে এর আশপাশে। এবং ১০ এপ্রিল ২০২৩ ও তার পর থেকে আগামী ৫-৬ দিনের ভিতর হাওড়া জেলার উত্তর পশ্চিম ও পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে কোথাও কোথাও ৪৩-৪৭°সে এর আশপাশে। হাওড়া জেলার আমতা, উদয়নারায়নপুর, জগৎবল্লভপুরে গরমের ও তাপপ্রবাহের তীব্রতা বেশি থাকবে। হাওড়া জেলার মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হতে পারে এই অঞ্চলে। মেদিনীপুর, হুগলি ও বাঁকুড়ার কাছে থাকার জন্য ভয়াবহ গরম অনুভব হবে। হাওড়া জেলার বাকি অঞ্চল অর্থাৎ বাগনান, উলুবেড়িয়া, পাঁচলা, শ্যামপুর, বালি, ডোমজুড়, সাঁকরাইল সহ বাকি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ১০ এপ্রিলের পরবর্তী ৫-৬ দিনে ৪০ থেকে ৪৫°সে এর আশপাশে। ভয়াবহ দাবদাহ ও তাপপ্রবাহ আসতে চলেছে আগামী ৩ দিনে হাওড়া জেলার আমতা, উদয়নারায়নপুর ও জগৎবল্লভপুর ছাড়া বাকি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে ৩৭-৩৯°সে এর আশপাশে। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪০°সে হয়ে যেতে পারে। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা না আসায় ও ভারতের উপর উচ্চচাপ বলয় সক্রিয় হবার জন্য শুষ্ক উত্তর পশ্চিমা বাতাসের দাপট বাড়বে আগামী ৭-১০ দিনে। যার জন্য চড়া সূর্যালোক, দাবদাহ সহ তাপপ্রবাহ ও কোনো কোনো সময় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে হাওড়া জেলা জুড়ে। ১০ এপ্রিলের পর থেকে হাওড়া জেলার অধিকাংশ যায়গায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ১০ থেকে ১৭ এপ্রিলের মধ্যে হাওড়া জেলায় কোথায় কতটা তাপমাত্রা রেকর্ড হতে পারে দেখে নেওয়া যাক: 
উদয়নারায়নপুর: ৪২-৪৭°সে।
আমতা: ৪২-৪৭°সে।
জগৎবল্লভপুর: ৪২-৪৭°সে।
ডোমজুড়: ৪১-৪৬°সে।
পাঁচলা: ৪০-৪৫°সে।
বাগনান: ৩৯-৪৪°সে।
হাওড়া শহর: ৪০-৪৫°সে।
বালি: ৪০-৪৫°সে।
শ্যামপুর: ৩৮-৪৩°সে।
সাঁকরাইল: ৩৯-৪৪°সে।
উলুবেড়িয়া: ৩৯-৪৪°সে।
ভয়াবহ তাপপ্রবাহ আসতে চলেছে হাওড়া জেলাজুড়ে। দুপুরের দিকে সমগ্র হাওড়া জুড়ে বয়ে যাবে লু হাওয়া। প্রচণ্ড রোদের তাপে শরীর খারাপের সম্ভাবনা বেশি। তাই শরীরে জলের ভারসাম্য সঠিক রাখুন। হালকা জামাকাপড় পরুন। রিচ খাবার পরিত্যাগ করুন। রোদে বেরোলেই ছাতা ব্যবহার করুন। সকাল ১০ টা থেকে বিকাল ৪টে পর্যন্ত বাইরে বেরোবেন না।
৬ এপ্রিল ২০২৩.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......