জ্বলে পুড়ে ছারখার হবে হুগলি জেলা। তাপমাত্রা উঠতে চলেছে ৪০-৪৫°সে আগামী ৭ দিনের মধ্যেই। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, April 04, 2023

জ্বলে পুড়ে ছারখার হবে হুগলি জেলা। তাপমাত্রা উঠতে চলেছে ৪০-৪৫°সে আগামী ৭ দিনের মধ্যেই।

নিজস্ব সংবাদদাতা: চন্দননগর থেকে চুঁচুড়া, আরামবাগ থেকে ব্যাণ্ডেল সব জায়গাতেই হাহাকার শুরু হতে চলেছে। একটু বৃষ্টির জন্য হাহাকার, একটু ভয়াবহ দাবদাহের হাত থেকে মুক্তির জন্য হাহাকার, একটু জলের জন্য হাহাকার। এক ভয়াবহ দাবদাহ তৈরি হতে চলেছে আগামী ৭ দিনে। প্রকৃতি একটু একটু করে নিজেকে সেই দিকে নিয়ে যাচ্ছে। ঘন নীলাকাশ তীব্র সূর্যের তাপে পুড়ে যাওয়ার অবস্থা হচ্ছে সমগ্র হুগলি জেলা জুড়ে। আগামী ২-৩ দিন পশ্চিমা বাতাসের পাশাপাশি দখিনা বাতাস কিছুটা বয়ে যাওয়ার জন্য ঘর্মাক্ত ও শুষ্ক দুধরনের গরমের অভিজ্ঞতা লাভ করবে সমগ্র হুগলি জেলা। তবে ১০ থেকে ১৫ এপ্রিল ২০২৩ এর আশপাশে ভয়াবহ রূপ ধারণ করবে হুগলি জেলায় তাপপ্রবাহ। বেশিরভাগ সময় মধ্যভারত, ঝাড়খণ্ড থেকে শুষ্ক ভয়াবহ গরম বাতাসে জ্বলে পুড়ে ছাড়খাড় হবে হুগলি জেলা। বয়ে যাবে দুপুরের দিকে লু। কষ্টকর লু হাওয়া মানুষের শরীর খারাপ করে দিতে পারে। তীব্র গরমে রোদের নীচে দাঁড়ালে স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকবে। তাই শরীরের উপর বাড়তি নজর দিন। রোদে বেরোলেই ছাতা ব্যবহার করুন। হালকা কাপড় পড়ুন, একাধিক বার স্নান করুন ্। ডাবের জল ও আর এস গ্রহণ করুন। আগামী ১ সপ্তাহের মধ্যে সমগ্র হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪০-৪৫°সে এর আশপাশে।
৪ এপ্রিল ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......