১০ এপ্রিল ২০২৩.
নিজস্ব সংবাদদাতা: হাওড়া জেলার আমতা ও উদয়নারায়নপুর এই দুটি ব্লকে সবচেয়ে খারাপ ভাবে দাবদাহের কবলে পড়তে চলেছে আসন্ন ৭ থেকে ১০ দিনে। ১১ এপ্রিল থেকে ২১ এপ্রিল ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে হাওড়া জেলার আমতা ও উদয়নারায়নপুর ব্লকে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪১ থেকে ৪৮°সে এর আশপাশে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুষ্ক উত্তর পশ্চিমা ভীষণ উষ্ণ লু বাতাস প্রবাহিত হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ও দুপুরের দিকে চড়া রোদে শরীর জ্বলে পুড়ে যাবে। আগামী ৭-১০ দিনে হাওড়া জেলার আমতা ও উদয়নারায়নপুর ব্লকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ভয়াবহ গরম ও দাবদাহে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে হাওড়া জেলার আমতা ও উদয়নারায়নপুর। আমতা ও উদয়নারায়নপুর সবচেয়ে বেশি দাবদাহের কবলে পড়তে চলেছে তার কারণ হলো আসন্ন হিট ওয়েভের হটস্পট বা উৎস্থল হতে চলেছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া হাওড়া ও হুগলি জেলার পশ্চিমাঞ্চল। হাওড়া জেলার আমতা ও উদয়নারায়নপুর উত্তর পশ্চিম দিকে অবস্থান করায় পুরোপুরি ভয়াবহ উষ্ণ শুষ্ক উত্তর পশ্চিমা বাতাসের কবলে পড়তে চলেছে হাওড়া জেলার আমতা ও উদয়নারায়নপুর। এছাড়া জগৎবল্লভপুরের উত্তরাংশ হুগলি জেলার কাছে থাকায় ভয়াবহ দাবদাহ অনুভব হবে জগৎবল্লভপুর ব্লকেও। উদয়নারায়নপুর আমতা ১ আমতা ২ জগৎবল্লভপুর প্রভৃতি অঞ্চলে আগামী ৭ থেকে ১০ দিনে অতি ভয়াবহ দাবদাহ ও তাপপ্রবাহ বয়ে যাবে। ১১ থেকে ২১ এপ্রিল ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে এই ১০ দিনে আগুনের মতো জ্বলবে হাওড়া জেলার আমতা ও উদয়নারায়নপুর। দুপুরের দিকে ভয়াবহ লু বয়ে যাবে। তাই বেলা ও দুপুরের দিকে ভারী কাজ ও রোদের নীচে কাজ থেকে বিরত থাকুন। আসন্ন তাপপ্রবাহ ও দাবদাহ সবচেয়ে শক্তিশালী ও ভয়াবহ ধরনের তাপপ্রবাহ আসছে। আসন্ন তাপপ্রবাহকে যে বা যারা অবহেলার চোখে দেখবে তাদেরই শরীর খারাপ এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বেলা ও দুপুরের বাইরে বেরোবেন না। পর্যাপ্ত পরিমাণে ও আর এস পান করুন। বাইরে একান্ত প্রয়োজনে বেরোলে ছাতা ব্যবহার করুন। একাধিক বার স্নান করুন। শরীরে পর্যাপ্ত পরিমাণে জলের ভারসাম্য বজায় রাখুন। হালকা খাবার ও জলযুক্ত খাবার গ্রহণ করুন। হাওড়া জেলার আমতা উদয়নারায়নপুর ও জগৎবল্লভপুর ব্লকে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪১ থেকে ৪৮°সে এর মধ্যে আগামী ৭ থেকে ১০ দিনে।
No comments:
Post a Comment