১৮ মে ২০২৩
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশ থেকে মধ্যবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। সেই সঙ্গে অপর একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে মধ্যবঙ্গ থেকে ঝাড়খণ্ড হয়ে পূর্ব মধ্য ভারত পর্যন্ত। এই দুই নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ১৮মে ২০২৩ দুপুর থেকে রাতের মধ্যে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া হুগলি হাওড়া কলকাতা মেদিনীপুর ঝাড়গ্রাম ২৪ পরগণা সহ সমগ্র দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যবঙ্গের উপর দিয়ে থাকা নিম্নচাপ অক্ষরেখার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করছে দক্ষিণবঙ্গে বাড়ছে প্রচণ্ড ঘর্মাক্ত ভ্যাপসা গরম। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৮°সে আশেপাশে থাকলেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করার জন্য প্রচুর পরিমাণে বেড়েছে অসস্তিসূচক আর তাতেই ঘেমে নেয়ে একাকার হচ্ছে দক্ষিণবঙ্গ। আজ দুপুরের পর দক্ষিণবঙ্গজুড়ে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু ভয়াবহ বজ্রপাতের সতর্কতা দেওয়া হলো। দক্ষিণবঙ্গে ঘন্টায় ৬০ থেকে ৯০ কিলোমিটার ও তার বেশি বেগে ঝড়ের সতর্কতা রয়েছে। কোথাও কোথাও ঝড়ের গতি ১০০ কিলোমিটার ও তার বেশি হতে পারে।
No comments:
Post a Comment