২০মে ২০২৩
নিজস্ব সংবাদদাতা: দখিনা বাতাস প্রবাহিত হলেও চড়া রোদ ও অসস্তিকর ভ্যাপসা গরমে সকাল থেকেই নাজেহাল দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা বজবজ ও পার্শ্ববর্তী অঞ্চল। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ ও চড়া রোদ একসঙ্গে বাড়িয়ে তুলছে অসস্তিসূচক যার জন্য তীব্র ভ্যাপসা গরমে শরীর যেন জ্বালায় চিড়বিড় করছে। আপেক্ষিক আর্দ্রতা বেশি ও চড়া সূর্যালোক এই দুয়ের জোড়া ফলায় বিদ্ধ হয়েছে মহেশতলা বজবজ সহ দক্ষিণ ২৪ পরগণার বেশ কিছু যায়গা। বাইরে বেরোলে তবু একটু যেন দখিনা বাতাস গায়ে লাগছে আর ঘরের মধ্যে যেন ভেপে যাচ্ছে মানুষ জন। উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার পাশাপাশি উত্তরবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত হয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা। অন্যদিকে ঝাড়খণ্ড ও পশ্চিমাঞ্চলের উপর দিয়ে আরেকটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। যার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করছে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা ও পার্শ্ববর্তী অঞ্চলে। তবে বিকালের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কপাল ভালো থাকলে মহেশতলা ও পার্শ্ববর্তী অঞ্চলে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জন্য সাময়িক স্বস্তি পেলেও আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত ভ্যাপসা গরম আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় থাকবে।
No comments:
Post a Comment