২১শে মে ২০২৩
নিজস্ব সংবাদদাতা: ২১শে মে ২০২৩ সকাল ১১.৩০ মিনিট নাগাদ কলকাতার দমদম বিমানবন্দরের তাপমাত্রা ৩৫°সেলসিয়াস হলেও রিয়েল ফিল অর্থাৎ প্রকৃত তাপমাত্রার বাস্তব অনুভূতি উঠে গেছে ৫০°সেলসিয়াস। এখন আসি রিয়েল ফিল জিনিসটা কি? সে ব্যাপারে আলোচনা করা যাক। ধরা যাক দিনের একটি সময়ের যে তাপমাত্রা তার বাস্তব অনুভূতি মানুষের উপর কেমন ভাবে অনুভব হচ্ছে অর্থাৎ গরমের কষ্টটা কত ডিগ্রি সেলসিয়াসের সমতুল্য হচ্ছে সেটাই হলো প্রকৃত তাপমাত্রার বাস্তব অনুভূতি। চড়া রোদের পাশাপাশি যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক মাত্রায় হয়ে ওঠে তখন প্রকৃত তাপমাত্রার বাস্তব অনুভূতি বেশি হয়ে থাকে। আজ বেলা ১১.৩০ মিনিট নাগাদ কলকাতার দমদমের আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৬৯% ও প্রকৃত তাপমাত্রা ৩৫°সে সুতরাং হিট ইন্ডেক্স বা রিয়েল ফিল ৫০°সে। তিনটি মূল জিনিস হিট ইন্ডেক্সকে প্রভাবিত করে থাকে। ১) প্রকৃত তাপমাত্রা ২) আপেক্ষিক আর্দ্রতা ৩) বায়ুপ্রবাহ। তবে কলকাতার রিয়েল ফিল ক্যালকুলেট করা হয়েছে প্রকৃত তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা এই দুটি মুখ্য প্যারামিটারের উপর ভিত্তি করে। সমগ্র দক্ষিণবঙ্গে বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে প্রকৃত তাপমাত্রার বাস্তব অনুভূতি উঠে যাবে ৪৫ থেকে ৫৫°সে এর মধ্যে। অসম্ভব কষ্টকর ঘর্মাক্ত ও অসস্তিকর ভ্যাপসা গরম অনুভব হবে দক্ষিণবঙ্গজুড়ে আজ। এবার আরেকটি তথ্য তুলে ধরা যাক এপ্রিলের মাঝামাঝি কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভয়াবহ দাবদাহ চললেও কোথাও কোথাও গরমের দাপট তাপমাত্রা অনুযায়ী তেমন মনে হচ্ছিল না তার কারণ এই রিয়েল ফিল। সর্বোচ্চ তাপমাত্রা ৪২-৪৩°সে উঠে গেলেও আপেক্ষিক আর্দ্রতা ২০ থেকে ৩০% ছিল পরিমণ্ডলে তাই সূর্যের নীচে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেলেও ঘরের মধ্যে সেই তাপমাত্রা অনুভব হচ্ছিলো না। কিন্তু আজ দমদমের রিয়েল ফিল পৌঁছে গেছে ৫০°সে তার মূল কারণ প্রকৃত তাপমাত্রা কম হলেও বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে যার জন্য ঘরে বাইরে সব জায়গায় ভয়াবহ আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত ভ্যাপসা গরম অনুভব হচ্ছে।
No comments:
Post a Comment