২২শে মে ২০২৩
নিজস্ব সংবাদদাতা: সমগ্র দক্ষিণবঙ্গে আজ গরম হতে চলেছে খুবই কষ্টকর। একেতো বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে তার পাশাপাশি চড়া সূর্যালোক যার জন্য ঘরের ভিতরে মারাত্মক গরম আবার ঘরের বাইরেও মারাত্মক গরম অনুভব হচ্ছে। একবার পাখা বন্ধ হলেই ঘেমে একসা হয়ে যাচ্ছে। পশ্চিমাঞ্চলে গরমটা তাপপ্রবাহ যুক্ত গরম পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও তাপপ্রবাহ ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত উপকূলীয় এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০°সে এর নীচে থাকলেও চরচরিয়ে বাড়ছে ঘর্মাক্ত অসস্তি। যার জন্য ঐ ৩৭-৩৮°সে তাপমাত্রাতেই অনুভব হচ্ছে ৪৫-৫০°সে এর বাস্তব অনুভূতি আবার কোথাও কোথাও হিট ইন্ডেক্স ৫০°সে এর বেশি অনুভব হচ্ছে। আজ আরো ভয়াবহ আকার ধারণ করতে চলেছে কলকাতা হাওড়া হুগলি ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ঘর্মাক্ত অসস্তিকর ভ্যাপসা গরম। ঘেমে নেয়ে একাকার হয়ে যাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় ও পার্শ্ববর্তী অঞ্চল। যদি আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি না হয় সেক্ষেত্রে আজকের রাত হতে চলেছে ভয়াবহ ঘর্মাক্ত অসস্তিকর রাত। সামগ্রিক ভাবে আজ মরশুমের সবচেয়ে কষ্টকর গরম হতে চলেছে।

No comments:
Post a Comment