অস্বস্তিকর গরম থাকলেও রয়েছে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা ৪৮-৭২ ঘন্টায়। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, June 13, 2023

অস্বস্তিকর গরম থাকলেও রয়েছে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা ৪৮-৭২ ঘন্টায়।

  (হাওড়ার আন্দুল থেকে তোলা বজ্রঝঞ্ঝার ছবি)
নিজস্ব সংবাদদাতা: সকাল থেকে ভ্যাপসা গরমে জেরবার হাওড়া হুগলি কলকাতা ও পার্শ্ববর্তী জেলাসমূহ। রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অসস্তিসূচক। ১৩ই জুন ২০২৩ সকাল ১১.৩০ মিনিট নাগাদ কলকাতার দমদমের অস্বস্তিসূচক পৌঁছে গেছে ৫০°সে। আগামী ৪৮-৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু যায়গায় প্রবল ঘর্মাক্ত ও অসস্তিকর ভ্যাপসা গরম অনুভব হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এরই মধ্যে আশার কথা হলো এই প্রচুর পরিমাণে তাপ ও আদ্রতা সম্মিলিত হবার জন্য ৪৮ থেকে ৭২ ঘন্টায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও প্রবল বজ্রপাত ও স্থানীয় ভাবে ভারী বৃষ্টি হতে পারে যার জন্য সাময়িক ভাবে স্বস্তি পেতে পারে দক্ষিণবঙ্গ। এদিকে সমগ্র উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে গতকাল ১২ই জুন ২০২৩. উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আরামদায়ক আবহাওয়া বিরাজ করলেও দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত ও অসস্তিকর জ্বালাময় ভ্যাপসা গরম অনুভব হবে। তবে মাঝেমধ্যে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয়ে পরিমণ্ডল ঠাণ্ডা করে দিতে পারে সাময়িক সময়ের জন্য। আপাতত আজ সকাল ১১.৩০ মিনিট নাগাদ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা উঠে গেছে ৪০°সে।
১৩ই জুন ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......